“মাংসে লবণ কম হয়েছে বলায় জামাইকে পিটালেন শ্বাশুড়ি!” – খবরটি ভূয়া

Published on: September 11, 2021

সম্প্রতি “মাংসে লবণ কম হয়েছে বলায় জামাইকে পিটালেন শ্বাশুড়ি!” শিরোনামযুক্ত একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু অনলাইন পোর্টাল থেকে যা মূলত ভিত্তিহীন। খবরের বিস্তারিত অংশে জামাইযষ্ঠী বিষয়ক অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা পাওয়া যায়। শিরোনামে যা বলা হচ্ছে, সেরকম কোনো ঘটনার স্থান, তারিখ ইত্যাদি তথ্য কিছুই নেই। তাছাড়া, খবরটিতে যে ছবিটি ব্যবহৃত হয়েছে সেটি ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে ঘটা একটি ঘটনার ছবি। এর সাথে উক্ত ভাইরাল খবরটির কোনো সংশ্লিষ্টতা নেই।

উক্ত খবরটি সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


খবরটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, শিরোনামের সাথে সংশ্লিষ্ট কোনো নির্দিষ্ট তথ্য সেখানে নেই। বরং বাঙালি সংস্কৃতিতে জামাইযষ্ঠীর ভূমিকা নিয়ে নাতিদীর্ঘ রচনা ছাপা হয়েছে। রচনার শেষদিকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শিরোনামটিকেই একটু বিস্তারিত বাক্যে বলা হয়েছে। কোনো সূত্র বা তথ্য দেয়া হয় নি দাবির পক্ষে। আর, যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে ৯ ডিসেম্বর, ২০১৭ তারিখে zeenews.india.com থেকে প্রকাশিত একটি সংবাদে ছবিটি পাওয়া গেছে। সংবাদটি মূলত ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে  স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে হাসপাতালের সামনে স্বামীকে গনপিটুনিকে কেন্দ্র করে। zeenews.india.com এর পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে।

এ বিষয়ে DAMS TV এর একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে।

এ বিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কন্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ১০ ডিসেম্বর, ২০১৭ তারিখে। কালের কন্ঠের প্রতিবেদনটি পড়ুন এখানে।

অনুসন্ধানে আরও দেখে গেছে, গতবছর এবং এ বছরের বিভিন্ন সময়ে খবরটি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

উপরোক্ত তথ্যপ্রমাণ অনুযায়ী, ভাইরাল খবরটিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার। এছাড়া খবরের বিস্তারিত অংশে ঘটনার সুনির্দিষ্ট তথ্যসূত্র না থাকায় ফ্যাক্টওয়াচের বিবেচনায় খবরটি মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply