ছবিগুলো ২০১৩ সালের, রাশিয়ান মোবাইল চুল্লীর বিজ্ঞাপন থেকে নেয়া

Published on: February 28, 2022

ইউক্রেনে রাশিয়া প্রতিটা ট্যাংক বহরের সাথে সাথে একটি করে “চলমান শ্মশান” (mobile crematorium) পাঠাচ্ছে, এবং এই শ্মশানের মাধ্যমে যুদ্ধে নিহত রাশিয়ান সৈনিক ও সাধারণ ইউক্রেনবাসীর মরদেহ পুড়িয়ে আলামত ছাই করে দিচ্ছে — এমন একটি খবর ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছড়িয়ে পড়া ছবিগুলো একটি রাশিয়ান মোবাইল চুল্লীর বিজ্ঞাপনের ছবি, যেটি ২০১৩ সালে তোলা হয়েছিল। বর্তমান যুদ্ধে রাশিয়া এমন ধরনের ভ্রাম্যমান শ্মশান ব্যবহার করছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গুজবের উৎস

ইংল্যান্ডভিত্তিক ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় গত ২৩শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এখানে যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি বেন ওয়ালেস আশংকা প্রকাশ করেন, রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধের ক্ষয়ক্ষতির আলামত নষ্ট করার জন্য ভ্রাম্যমান শ্মশান ব্যবহার করতে পারে।

তার এই আশংকাকেই ‘সত্য খবর’ ধরে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশে এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে

অনুসন্ধান

এখানে, চলমান শ্মশান (mobile crematorium) এর ছবি ব্যবহার করা হয়েছে, ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেল, ২০১৫ সাল থেকেই সেই ছবিটি অনলাইনে দেখা যাচ্ছে। যেমন দেখুন এখানে , এখানে

অর্থাৎ, এটা নিশ্চিত যে ছড়িয়ে পড়া ছবিগুলো বর্তমান সময়ের নয়।

Snopes এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি প্রকৃতপক্ষে একটি রাশিয়ান চুল্লী প্রস্তুতকারী কোম্পানির ২০১৩ সালের একটি ইউটিউব বিজ্ঞাপন । সেই বিজ্ঞাপনটিকেই বিভিন্ন সময়ে ইউক্রেনের রাস্তায় রাশিয়ান চুল্লী/শ্মশান এর আগমন হিসেবে দেখানো হয়েছে।

২০১৫ সালের যুদ্ধে রাশিয়া এই ধরনের চুল্লী/শ্মশান ব্যবহার করেছে বলে তৎকালীন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান  Valentyn Nalyvaichenko অভিযোগ করেছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো ছবি/ভিডিও কিংবা বিস্তারিত প্রমাণ পাওয়া যায়নি।

বর্তমান সময়েও রাশিয়ান আর্মি চলমান শ্মশান নিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে, কিংবা চলমান শ্মশান ব্যবহার করে কোনো কিছু পুড়িয়ে দিচ্ছে, এমন কোনো ছবি পাওয়া যায়নি।

ফ্যাক্ট চেকিং সাইট snopes এবং অনলাইন পোর্টাল Blaze trends এই খবরটির সত্যতা নেই বলে জানিয়েছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply