Published on: March 6, 2023
![]() |
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মোহাম্মদ আশরাফুল শেষবারের মত ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন। ঢাকা প্রিমিয়ার লিগের পরে জাতীয় ক্রিকেট লিগে খেলেই সব ধরণের ক্রিকেট থেকে তিনি বিদায় নেবেন। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাতকারে আশরাফুল নিজে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
পরবর্তিতে, ক্রিকফ্রেঞ্জির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আশরাফুলের সাক্ষাৎকারটি খুঁজে পাওয়া যায়। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ২০২৩ সালের পর পেশাদার পর্যায়ে আশরাফুলকে আর ক্রিকেট খেলতে দেখা যাবে না।
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো এবং স্পট ফিক্সিংয়ের দায়ে আশরাফুলকে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বাংলাদেশ ক্রিকেট দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। কিন্তু, ২০১৮ সালের ১৩ই আগস্ট নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও আজ পর্যন্ত আশরাফুল আর বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি।
অর্থাৎ, আশরাফুল যদি ঢাকা প্রিমিয়ার লিগ এবং জাতীয় ক্রিকেট লিগ থেকে অবসর নেন তাহলে তিনি সব ধরণের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন প্রকারান্তরে।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোর বিস্তারিত অংশে বলা আছে যে, আশরাফুল সব ধরণের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। কিন্তু, শিরোনাম দেখে মনে হতেই পারে মোহাম্মদ আশরাফুল মারা গিয়েছেন। ফ্যাক্টওয়াচ এই কারণে ভাইরাল হওয়া পোস্টগুলোর শিরোনামকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|