মহিউদ্দিন রনি কি ভিপি নূরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন?

Published on: July 28, 2022

সম্প্রতি ডাকসু ভিপি নূরকে উদ্দেশ্য করে রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে আন্দোলনরত মহিউদ্দিন রনির  একটি উক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে,”সাপকে বিশ্বাস করা যায় নুরুকে নয়”। অনুসন্ধানে মহিউদ্দিন রনির এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যম কিংবা মহিউদ্দিন রনির কোনো ইন্টারভিউতে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

অপরাধ কন্ঠ নামে একটি ওয়েবপোর্টাল থেকে তথ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেখানে বলা হচ্ছে, “সাপকে বিশ্বাস করা যায় নুরুকে নয় বলে মন্তব্য করে মহিউদ্দিন রনি বলেন, আমি চাইনি এই সময় এই আন্দোলনকে কেউ রাজনৈতিক রূপ দিক। সেজন্য আমি নুরের সাথে আন্দোলনে বসিনি”।

বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে, “LIVE BD 24” নামে ইউটিউব চ্যানেলে মহিউদ্দিন রনির একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে মহিউদ্দিন রনিকে ভিপি নূর প্রসঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। প্রায় নয় মিনিট দীর্ঘ এই ভিডিওতে ১ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৮ঃ২৮ সেকেন্ড পর্যন্ত মহিউদ্দিন রনির সাক্ষাৎকারটি দেখতে পাওয়া যায়।

সেখানে ভিপি নূরের সাথে আন্দোলন না করার কারণ হিসেবে তিনি আন্দোলনকে কোনো রাজনৈতিক রূপ যেন না দেওয়া হয় সেটি উল্লেখ করেন। সম্পূর্ণ ইন্টারভিউতে মহিউদ্দিন রনিকে কোথাও “সাপকে বিশ্বাস করা যায় কিন্তু নুরুকে নয়” এমন বক্তব্য দিতে দেখা যায়নি। বরং তাকে ভিপি নূরের প্রতি যথেষ্ট সম্মান রেখেই কথা বলতে শোনা যায়।

অর্থাৎ, ভাইরাল প্রতিবেদনে “রাজনৈতিক রূপ না দেওয়ার” যে কথাটি বলা হচ্ছে সেটি সঠিক। কিন্তু এর সাথে যে উক্তিটি জুড়ে দেওয়া হচ্ছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমেও মহিউদ্দিন রনির নামে এরকম কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

তবে আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের এমন একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। বিএনপিকে উদ্দেশ্য করে এ বছরের জানুয়ারিতে তিনি বলেছিলেন,” সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয়”। ধারণা করা হচ্ছে, এই বক্তব্যটিকেই মহিউদ্দিন রনির নামে প্রচার করা হচ্ছে।

অতএব, বিষয়টি পরিষ্কার যে মহিউদ্দিন রনির নামে যে বক্তব্যটি প্রচার করা হচ্ছে, সেটি ভিত্তিহীন। এমন কোনো মন্তব্যের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply