শ্রীলঙ্কার সাথে আসন্ন টেস্ট ক্রিকেট সিরিজে মুমিনুল হকের বাদ পড়ার গুজব

Published on: May 12, 2022

সম্প্রতি “লঙ্কান সিরিজে বাদ পড়লেন মুমিনুল” শিরোনামে একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধান করে অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত সংবাদটির দাবির বিপক্ষে ফ্যাক্টওয়াচ তথ্য-উপাত্ত খুঁজে পেয়েছে। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে লঙ্কান সিরিজের জন্য প্রকাশিত খেলোয়াড়দের তালিকাটিতে দেখা গেছে, মে ১৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলংকা বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজটিতে বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে অধিনায়কত্ব পালন করবেন মুমিনুল হক। সঙ্গত কারণে ভিক্তিহীন সংবাদটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

শেয়ারকৃত এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে এবং এখানে

গুজবের উৎস: Binodon69.com এবং nbarta নামের এই দুটি অনলাইন পোর্টাল থেকে সংবাদটি প্রথমে প্রকাশিত হয়। পরবর্তীতে পোর্টাল দুইটির সূত্র ধরে অন্য সাইট, পেজ ও ফেসবুক একাউন্ট থেকে শেয়ার হতে থাকে এবং যা-কীনা সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিভ্রান্তিকর কমেন্টের স্ক্রিনশট দেখুন নিচে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: সংবাদটির সত্যতা জানতে বিসিবির অফিশিয়াল ফেসবুক ও টুইটার পেজে দেখা যায়, আসন্ন শ্রীলংকা টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে ১৭ সদস্য বিশিষ্ট দলটির অধিনায়কত্ব পালন করবেন মুমিনুল হক। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মে ১৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজটিরও অধিনায়কত্ব পালন করবেন। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটারে  প্রকাশিত খেলোয়াড়ের তালিকা দেখুন এখানে এবং এখানে

সুতরাং “লঙ্কান সিরিজে বাদ পড়লেন মুমিনুল” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিক্তিহীন। যে কারণে উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply