সঙ্গীতশিল্পী মমতাজের মৃত্যুর গুজব

Published on: July 20, 2022

গত ১৭ জুলাই, ২০২২ এ সংগীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগমের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা মমতাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং গতকাল ১৮ জুলাই মমতাজ বেগমকে মানিকগঞ্জে একটি সম্মেলনে অংশ নিতে দেখা যায়। পরবর্তীতে খবরের বিস্তারিত অংশ লক্ষ্য করলে দেখা যায়, মমতাজ বেগমের মায়ের মৃত্যুর পুরানো খবরকে বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশ করা হচ্ছে।

 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

যে কয়েকটি ওয়েবপোর্টালের মাধ্যমে খবরটি ছড়ানো হচ্ছে সেগুলো দেখুন এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

“Sharelagenee” নামক একটি ওয়েবপোর্টাল খবরটি ১৭ জুলাই, ২০২২ এ প্রকাশ করে। “মারা গেলেন জনপ্রিয় শিল্পী মমতাজ” এমন শিরোনামে খবরটি প্রকাশিত হলেও মূল খবরে মমতাজ বেগমের মায়ের মৃত্যুর কথা বলা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, ৩০ সেপ্টেম্বর ২০২১ এ “এমপি মমতাজের মা আর নেই” শিরোনামে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো।  সেই প্রতিবেদনকে হুবহু নকল করে বর্তমানে এই খবরটি ছড়ানো হচ্ছে।

সম্প্রতি ভাইরাল প্রতিবেদন

মূল প্রতিবেদন

এছাড়া মমতাজ বেগমের শারীরিক অবস্থা জানতে অনুসন্ধান করা হলে, তাঁর ভ্যারিফাইড ফেসবুক পেজ কিংবা মূলধারার কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং তাঁর ফেসবুক পেজ থেকে জানা যায়, এমন খবর ছড়িয়ে পড়ার একদিন পর গত ১৮ জুলাই, ২০২২ তিনি মানিকগঞ্জে একটি সম্মেলনে অংশগ্রহণ করেন।

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে শিরোনাম বিকৃত করে এক বছর আগের একটি খবরকে নতুনভাবে ছড়ানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply