Published on: May 27, 2022
![]() |
উক্ত ক্যাপশনে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপ থেকে প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে, এখানে, এবং এখানে।
“হঠাৎ সংসদে মুখ খুললেন শিল্পী মমতাজ – ১১৬ আলেমের তালিকায় কঠিন জবাব দিলেন দেখুন” ক্যাপশনে ভাইরাল ভিডিওটির প্রথম ৯ সেকেন্ড এবং ৭ মিনিট ২২ সেকেন্ড থেকে ৯ মিনিট ৪৯ সেকেন্ডে সংসদ অধিবেশনে সাংসদ ও শিল্পী মমতাজ বেগমের বক্তব্য ব্যবহৃত হয়েছে। বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে ইউটিউবে অনুসন্ধান করে ২০২০ সালে প্রকাশিত মূল ভিডিওর দুটি সংস্করণ পাওয়া গেছে। ভিডিওগুলোর সূত্রে জানা যায়, এটি ২৯ জানুয়ারি ২০২০ (বুধবার) অনুষ্ঠিত সংসদ অধিবেশনের একটি ভিডিও। উক্ত অধিবেশনে মানিকগঞ্জ-২ এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও শিল্পী মমতাজ তার বক্তব্য রাখেন। সাংসদ মমতাজের বক্তব্য সংবলিত দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে।
উল্লেখ্য যে, সম্প্রতি ১১ মে ২০২২ তারিখে ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন’ নামের একটি সংগঠন ১১৬ ধর্মীয় বক্তার একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে। সংবাদ সূত্রে জানা যায়, তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন এবং ওয়াজের মাধ্যমে ‘ধর্মীয় সম্প্রীতি নষ্ট’ করার অভিযোগ এনেছে গণকমিশন।
উপরোক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট, গণকমিশনের জমাকৃত ১১৬ জন ধর্মীয় বক্তাদের তালিকার সাথে দুই বছর আগে দেয়া সাংসদ মমতাজ বেগমের বক্তব্যের ভিডিওটির কোনো সম্পৃক্ততা নেই। পুরনো ভিডিও সম্প্রতি ভিন্ন ইস্যুতে ব্যবহারের কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|