এমপি মমতাজের খণ্ডিত বক্তব্য উদ্ধৃত করে বিভ্রান্তিকর দাবি

Published on: July 19, 2022

সম্প্রতি “মমতাজ যখন বিএনপি করতো” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৯ সালে সংসদ সদস্য মমতাজ নিজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন, পুরনো সেই বক্তব্যটির খণ্ডিত অংশ বর্তমানে ভাইরাল হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মমতাজের বক্তব্যটি বিএনপি সরকারের সময়ের নয়। তাছাড়া পুরো বক্তব্যটিতে দেখা গেছে, সংসদ মমতাজ আওয়ামী লীগের উন্নতির জন্য কথা বলেছেন। সুতরাং ভাইরাল এসকল ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” চিহ্নিত করেছে। 

 

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

বিভ্রান্তিকর কিছু মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে-

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল ভিডিওটির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায়, ১২ জুলাই ২০১৯ তারিখে “মমতাজের জ্বালাময়ী ভাষণ? ভাওয়াইয়া আওয়ামী লীগের দরকার নাই” ক্যাপশনে একটি ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ১০ মিনিট ১০ সেকেন্ড দীর্ঘ ভিডিওটির শুরুর অংশে তিনি বলেন, “ভাওয়াইয়া আওয়ামী লীগ বাদ দেন”। অর্থাৎ অনুপ্রবেশকারী কিংবা সুবিধাবাদী আওয়ামী লীগ হতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিনি তার বক্তব্যে কিভাবে আওয়ামীলীগের এবং জনগণের উন্নতি করা যায় সে বিষয়ে কথা বলেছেন। ভিডিওটি দেখুন এখানে

১২ জুলাই ২০১৯ তারিখে প্রকাশিত ভিডিওটির শুরুর ২০ সেকেন্ড অংশ বর্তমানে ভাইরাল করে দাবি করা হয়েছে এই বক্তব্যটি মমতাজ বিএনপি সমর্থিত সরকারের আমলে আওয়ামী লীগের বিরূদ্ধে দিয়েছিলেন। এই দাবিটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই বক্তব্যটি বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়েই দেয়া। বক্তব্যের কিছু অংশ আলাদা করে ভাইরাল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যেকারণে ফ্যাক্টওয়াচ এসকল ভিডিওগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply