মুসকান ও তার বাবার ক্ষমা চাওয়ার খবরটি মিথ্যা

Published on: February 17, 2022

সম্প্রতি ‘মুসকান ও তার বাবা ক্ষমা চাইলেন’ এমন শিরোনামে ১৬ মিনিটেরও বেশি দীর্ঘ একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, মূল ভিডিওতে কোথাও ভারতের হিজাব বিতর্কে আলোচিত মুসকান কিংবা তার বাবাকে ক্ষমা চাইতে দেখা যায়নি বরং মুসকানকে তার অবস্থানে অনড় থাকার কথা শোনা যায়।  এছাড়া সেই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মুখ খোলার’দাবিও করা হয়। কিন্তু মূল ভিডিওতে কোথাও মোদির কোনো বক্তব্য দেখতে পাওয়া যায়নি।তাছাড়া মূলধারার গণমাধ্যমেও মুসকানের ক্ষমা চাওয়া কিংবা বিপদ সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অতএব, ভুল শিরোনামে ভাইরাল ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


১৬ মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিওতে দাবি করা হচ্ছে মুসকান ও তার বাবা ক্ষমা চেয়েছেন এবং তারা কঠিন বিপদের মধ্যে রয়েছেন। এছাড়া সেখানে নরেন্দ্র মোদির একটি বক্তব্যের কথাও উল্লেখ করা হয়। ভিডিওর শুরুতে সেখানে মুসকানকে, হিজাবের পক্ষে তার প্রতিবাদের ঘটনা বর্ণনা করতে দেখা যায়। পরবর্তীতে একই ভিডিওতে মুসকানের বাবাকে “সালমান খান মুসকানকে তিন কোটি টাকা দিয়েছেন” এমন একই গুজব সম্পর্কে বক্তব্য দিতে শোনা যায়। এই ভিডিওতে একজন উপস্থাপককে উপরোক্ত দাবিগুলো উপস্থাপন করতে দেখা যায়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিওর মূল সূত্র জানতে এ গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে বিভিন্ন কি-ওয়ার্ডের সাহায্যে গুগল এবং ইউটিউবে সার্চ করা হলে, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ”News Win” নামে ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পাওয়া যায়। হিন্দি শিরোনামে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, আইমান রিজভী (Aiman Rizvi) নামে একজন সমাজকর্মীর নেওয়া সাক্ষাৎকারে কথা বলছেন মুসকানের বাবা।

এখানে মুসকানের বাবার বক্তব্যটির সন্ধান পাওয়া গেলেও মুসকানেরভিডিওটি দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে আইমান রিজভী নামে এই সমাজকর্মীর নাম দিয়ে ফেসবুকে সার্চ করা হলে “Aiman Rizwi” নামে একটি আইডি পাওয়া যায়। সেখানে “The Nation Voice” নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত ফেসবুক পেজ থেকে ১২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। “Karnataka Hijab Row | Muskan Hijab | Hijab Girl | Hijab Our Right | Hijab Controvetsy | Aiman Rizwi” শিরোনামে প্রকাশিত এই ভিডিওতে মুসকান এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য শুনতে পাওয়া যায়।

১৮ মিনিট ১০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে কোথাও মুসকানকে কিংবা তার বাবাকে ক্ষমা চাইতে দেখা যায়নি। বরং মুসকান তার দাবিতে অনড় থাকার কথা বলেছেন। এখানে তার বাবা “সালমান খান মুসকানকে তিন কোটি টাকা দিয়েছেন” এমন একটি গুজব সম্পর্কে পরিষ্কারভাবে বলেন যে এমন কিছু ঘটেনি এবং সালমান খানের সাথে তাদের কোনো কথা পর্যন্ত হয়নি।

এই বিষয়ে ফ্যাক্টওয়াচের আরেকটি ফ্যাক্টচেক প্রতিবেদন পড়ুন এখানে

আবার মূল ভিডিও কিংবা ভাইরাল ভিডিওতে কোথাও নরেন্দ্র মোদির কোনো বক্তব্য দেখতে পাওয়া যায়নি। তাই ঠিক কি বিষয়ে নরেন্দ্র মোদির কথা উল্লেখ করা হয়েছে তা বুঝা যায়নি।

অর্থাৎ ভাইরাল এই ভিডিওর ক্যাপশনের সাথে ভিডিওর মূল বিষয়বস্তুর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ‘মুসকান বিপদে আছে কিংবা সে এবং তার বাবা ক্ষমা চেয়েছেন’ — এমন কোনো খবর মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া “হিজাব বিতর্কে” নরেন্দ্র মোদির বক্তব্য সম্পর্কে ‘ইন্ডিয়া টুডের’ একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে

অতএব, পরিষ্কার বুঝা যাচ্ছে, ভাইরাল ভিডিওটিতে দেওয়া শিরোনাম কিংবা ভিডিওতে থাকা উপস্থাপকের বক্তব্য এবং মূল ভিডিওর বিষয়বস্তু অনেকাংশেই ভিন্ন। শিরোনামে মুসকান এবং তার বাবার ক্ষমা চাওয়ার কথা কিংবা কঠিন বিপদের কথা এবং নরেন্দ্র মোদির বক্তব্যের কথা প্রত্যেকটি দাবির সাথেই মূল ভিডিওর সংশ্লিষ্টতা নেই। তাই ফ্যাক্টওয়াচ এমন শিরোনাম-সংবলিত এই ভিডিওটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply