Published on: December 22, 2021
![]() |
সম্প্রতি ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেজ এবং ব্যক্তিগত একাউন্ট থেকে উক্ত ক্যাপশনে ভিডিওটি শেয়ার হয়েছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
মূল ভিডিওটি খুঁজে পেতে ইউটিউবে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে ২০১৭ এবং ২০২০ সালে প্রকাশিত উক্ত ঘটনার কিছু ভিডিও পাওয়া যায়। “Petrol Attendant beat up a man” এবং “Petrol station attendants beat up a white man for calling them monkeys” শিরোনামে দুটো ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ইউটিউবে প্রকাশিত ভিডিওগুলোর ক্যাপশনের জের ধরে গুগলে অনুসন্ধান করে উক্ত ঘটনা নিয়ে কিছু সংবাদ খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। এরমধ্যে The Citizen থেকে প্রকাশিত একটি সংবাদ সূত্রে জানা গেছে, ভিডিওটি দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার একটি ফিলিং স্টেশনের ঘটনার। ভিডিওতে দৃশ্যমান মারধরের শিকার লোকটি সেবার নেবার পর অর্থ প্রদান করতে অস্বীকার করেছিল এবং একজন পেট্রোল কর্মীকে লাঞ্ছিত করেছিল৷
উক্ত ঘটনাটি নিয়ে ইএফএফ-এর জাতীয় মুখপাত্র Mbuyiseni Ndlozi এর ভেরিফাইড ইন্সট্রাগ্রাম একাউন্ট থেকে ২ জানুয়ারি ২০১৭ তারিখে পোস্টকৃত একটি ভিডিও দেখুন এখানে।
২৪ নভেম্বর ২০২০ তারিখে savannanews.com থেকে প্রকাশিত একটি খবর বলছে, পেট্রোল স্টেশন কর্মীদের বানর বলার কারণে একজন শ্বেতাঙ্গ পিটুনির শিকার হয়েছেন।
ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিওতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ছবি যুক্ত করা হয়েছে। অন্যগুলোতেও এটা তারই ছবি এমন ইঙ্গিত দেয়া হয়েছে। ভিডিওগুলোর কমেন্টবক্সেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এমন কিছু বিভ্রান্তির নমুনা নীচে দেয়া হল:
প্রায় ৫ বছরের পুরনো ভিডিও বিস্তারিত তথ্য উল্লেখ না করে সম্প্রতি ভিন্ন প্রেক্ষাপটে প্রকাশ করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|