বেগম খালেদা জিয়ার পতাকা হাতে ছবিটি বিকৃত

Published on: December 26, 2021

সম্প্রতি “গোফন ছবি ফাঁস!! বিছানায় পড়ে থেকেও বিজয়ের কথা ভুলেননি খালেদা জিয়া!! কাদেরের শুভেচ্ছা ক্ষেপেছে নূর” ক্যাপশনে ৭ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ভিডিওটির ১১ থেকে ১৯ সেকেন্ডে দেখা যায় একজন সেনা সদস্য এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় হাতে বাংলাদেশের পতাকা। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ভিডিওতে ব্যবহৃত পতাকা হাতে ছবিটি ভিন্ন ভিন্ন ছবির অংশ জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত বাংলাদেশের পতাকা হাতে খালেদা জিয়ায় ছবিযুক্ত দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে।

ভিডিওটির শুরুতে উপস্থাপক বলেন, “দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মৃত্যুর পথ গুণছেন বিছানায় শুয়ে শুয়ে। এরই মধ্যে গত ১৬ ডিসেম্বর ভোলেননি বিজয়ের কথা। তিনি হাতে বাংলাদেশের পতাকা নিয়ে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন – এমন একটি ছবি ইতিমধ্যে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিএনপির বরাত দিয়ে এক অনলাইন বার্তায় জানা যায়, খালেদা জিয়া ১৬ই ডিসেম্বরের দিন দায়িত্বরতদের বলেন উনার হাতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি পতাকা দিতে। এরপর তিনি সেটি নিয়ে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। সেই মুহূর্তে উপস্থিত নেতা-কর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন নেত্রীর এমন দেশপ্রেম দেখে।“

উক্ত ভিডিওর ১১ থেকে ১৯ সেকেন্ডে দেখা যায় একজন সেনা সদস্য এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় হাতে বাংলাদেশের পতাকা। ছবিটি জুম করলে দেখা যায় “crushpixel” লেখাযুক্ত একটি জলছাপ। এরপর “crushpixel” লিখে গুগলে অনুসন্ধান করে www.crushpixel.com নামে একটি ছবি ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইট খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। উক্ত ওয়েবসাইটে সার্চবক্সে “Hospital Bed”  লিখে উক্ত বিকৃত ছবির মূল অংশটি খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। মূলত এই ছবিটিতেই খালেদা জিয়া, একজন সেনা সদস্য, বাংলাদেশের পতাকা এবং ধানের শীষের ছবি যুক্ত করা হয়েছে।

পরবর্তীতে এই ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে istockphoto.com এবং shutterstock.com নামক দুটি ছবি ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইটে ছবিটি পাওয়া গিয়েছে। ছবি দুটি দেখুন এখানে এবং এখানে। shutterstock.com সহ অন্যান্য ওয়েবসাইটে ছবিটির অংশীদার হিসেবে Monkey Business Images এর নাম উল্লেখ করা হয়েছে।


 

আসল ছবির সাথে বিকৃত ছবিটির যে অংশগুলোতে মিল তা নীচের ছবিতে চিহ্নিত করা হলো:

এছাড়াও ভাইরাল ভিডিওটির থাম্বনেইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের মুখমন্ডলের ছবি যুক্ত করা হয়েছে।

উক্ত ভাইরাল ছবিটিতে মাস্ক এবং গ্লাভস পরিহিত ওয়াকিটকি হাতে যে সেনা সসদ্যকে দেখা যাচ্ছে, অনুসন্ধানে দেখা গেছে সেটিও একটি পুরনো ছবি। ১ জুলাই ২০২১ তারিখে bangkokpost.com নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের সংবাদে ছবিটি পাওয়া গেছে। মূলত এটি কঠোর লকডাউনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের  রাস্তায় টহল দেবার ছবি। ৮ আগস্ট ২০২১ তারিখে প্রথম আলোর একটি সংবাদেও ছবিটি পাওয়া গেছে যেখানে ছবিসূত্র হিসেবে এএফপি উল্লেখ করা হয়েছে।



উক্ত সকল তথ্যপ্রমাণ সাপেক্ষে বিষয়টি স্পষ্ট যে, বাংলাদেশের পতাকা হাতে খালেদা জিয়ার ছবিটি বিকৃত। উক্ত ছবিটি ভিন্ন ভিন্ন ছবির অংশ জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। সঙ্গত কারণেই তাই ফ্যাক্টওয়াচ এটিকে “বিকৃত” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply