Published on: August 11, 2024
ফেসবুকে যা ছড়াচ্ছেঃ বাংলাদেশে চালু হওয়া নতুন কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
আসল ঘটনাঃ দাবিটি মিথ্যা। ১০ আগস্ট ২০২৪ এ এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, কারিকুলাম স্থগিত করা সরকারের সিদ্ধান্তের বিষয়, এনসিটিবি সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। |
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ
নতুন শিক্ষাক্রম ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে তা বাস্তবায়ন করা হয় চলতি বছরে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, এনসিটিবি বাংলাদেশে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত করেছে।
তাই উক্ত দাবিটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর অফিসিয়াল ওয়েবসাইটে ১০ আগস্ট ২০২৪ এ প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়,
“নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) প্রকাশিত হচ্ছে যা সত্য নয়। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে” ।
পরবর্তিতে, “দৈনিক ইনকিলাবের অফিসিয়াল ওয়েবসাইটে “নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হয়নি : এনসিটিবি চেয়ারম্যান” শিরোনামে ১০ আগস্ট ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলামের বরাত দিয়ে জানানো হয় যে, নতুন শিক্ষাক্রম বাতিল করতে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন। সরকারি আদেশ ছাড়া এনসিটিবি নতুন শিক্ষাক্রম বাতিল করতে পারে না। কিন্তু সম্প্রতি বাংলাদেশে গঠন হওয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এই কারিকুলাম স্থগিত করা সংক্রান্ত কোনো তথ্য নির্ভরযোগ্য মাধ্যম থেকে পাওয়া যায়নি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ |