ধর্মীয় কটূক্তির জেরে তিন কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যার তথ্যটি আংশিক মিথ্যা

Published on: June 2, 2022

১ জুন ২০২২ তারিখে “ব্রেকিং নিউজ বিশ্ব নবীকে কটুক্তি করায়, তিন কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা করেছে তার সহপাঠীরা…!!” ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট শেয়ার হয়েছে। কোনো কোনো পোস্টে হত্যার বদলে “আহত” উল্লেখ করা হয়েছে। মূলত এই ক্যাপশনটি বিভ্রান্তিকর। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, এটি বাংলাদেশে নয়, ঘটেছে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে। এই হত্যাকান্ডে তিন জন নয়, “ডেবোরা স্যামুয়েল ইয়াকুবু” নামের একজন ছাত্রী নিহত হয়েছেন। ঘটনার স্থান উল্লেখ না করায় এবং নিহতদের সংখ্যা ভুল করায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “আংশিক মিথ্যা” সাব্যস্ত করছে।

বিভ্রান্তিকর ক্যাপশনযুক্ত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ভাইরাল ফেসবুক পোস্টগুলোর ক্যাপশনটি হুবহু নিচে তুলে ধরা হল:

“ব্রেকিং নিউজ.

বিশ্ব নবীকে কটু’ক্তি করায়,

তিন কলেজ ছাত্রীকে পিটিয়ে হ’ত্যা করেছে তার সহপাঠীরা…!!”

অনুসন্ধানে দেখা যায়, এটি বাংলাদেশ নয়, নাইজেরিয়ার ঘটনা। ১২ মে ২০২২ তারিখে উত্তরপশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়া সোকোটো প্রদেশের Shehu Shagari College of Education এ উক্ত হত্যাকান্ডটি ঘটেছে। উক্ত পোস্টগুলোতে উল্লেখ করা হয়নি। শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নবী মোহাম্মদের বিরুদ্ধে কটূক্তি পোস্ট করার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত “ডেবোরা স্যামুয়েল ইয়াকুবু” নামের একজন ছাত্রী তার সহপাঠীদের দ্বারা হত্যার শিকার হন। এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যদিও উক্ত তথ্যগুলো ভাইরাল ফেসবুক পোস্টগুলোতে উল্লেখ করা হয় নি এবং হত্যার শিকার ছাত্রীর সংখ্যা তিনজন উল্লেখ করা হয়েছে। অনেকেই পোস্টের কমেন্টবক্সে ঘটনার স্থান জানতে চেয়েছেন।

এ বিষয়ে সিএনএন এবং দ্য গার্ডিয়ান থেকে প্রকাশিত দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।


ঘটনার স্থান উল্লেখ না করায় এবং নিহতদের সংখ্যা ভুলভাবে ব্যক্ত করায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “আংশিক মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply