Published on: June 2, 2022
![]() |
বিভ্রান্তিকর ক্যাপশনযুক্ত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল ফেসবুক পোস্টগুলোর ক্যাপশনটি হুবহু নিচে তুলে ধরা হল:
“ব্রেকিং নিউজ.
বিশ্ব নবীকে কটু’ক্তি করায়,
তিন কলেজ ছাত্রীকে পিটিয়ে হ’ত্যা করেছে তার সহপাঠীরা…!!”
অনুসন্ধানে দেখা যায়, এটি বাংলাদেশ নয়, নাইজেরিয়ার ঘটনা। ১২ মে ২০২২ তারিখে উত্তরপশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়া সোকোটো প্রদেশের Shehu Shagari College of Education এ উক্ত হত্যাকান্ডটি ঘটেছে। উক্ত পোস্টগুলোতে উল্লেখ করা হয়নি। শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নবী মোহাম্মদের বিরুদ্ধে কটূক্তি পোস্ট করার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত “ডেবোরা স্যামুয়েল ইয়াকুবু” নামের একজন ছাত্রী তার সহপাঠীদের দ্বারা হত্যার শিকার হন। এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও উক্ত তথ্যগুলো ভাইরাল ফেসবুক পোস্টগুলোতে উল্লেখ করা হয় নি এবং হত্যার শিকার ছাত্রীর সংখ্যা তিনজন উল্লেখ করা হয়েছে। অনেকেই পোস্টের কমেন্টবক্সে ঘটনার স্থান জানতে চেয়েছেন।
এ বিষয়ে সিএনএন এবং দ্য গার্ডিয়ান থেকে প্রকাশিত দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।
ঘটনার স্থান উল্লেখ না করায় এবং নিহতদের সংখ্যা ভুলভাবে ব্যক্ত করায় ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “আংশিক মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|