টি-২০ ক্রিকেটে কি কোনো নতুন নিয়ম যুক্ত হয়েছে ?

Published on: [August 29,2021]

‘টি-২০ তে যুক্ত হলো ৫ টি নতুন নিয়ম’ শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে। এই খবরে ৫ টি নতুন নিয়মের বর্ণনা রয়েছে, যে নিয়মগুলো বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচলিত হয় নি । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গিয়েছে, ভারত-ভিত্তিক ক্রিকেট-ট্র্যাকার নামক ওয়েব পোর্টালে অশ্বিনী পাতিল নামক একজন লেখক এরকম পাঁচটি নিয়মের প্রস্তাব করেন, যা হলে ক্রিকেট আরো বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এসব নিয়ম কোথাও প্রযোজ্য হয়েছে এমন দাবি সেই নিবন্ধে কোথাও করা হয়নি। এ কারণে ফ্যাক্টওয়াচ খবরটিকে গুজব সাব্যস্ত করছে।

বিভ্রান্তির উৎস

মূলত খেলাধূলাবিষয়ক কয়েকটি পেজের মাধ্যমেই এই গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অন্যান্য কয়েকটি পেজকে এই খবর শেয়ার করতে দেখা যায়। যেমন- ক্রিকটাইগার্স ,স্পোর্টসনিউজ , স্পোর্টস আপডেট, জাস্ট স্পোর্টস , আরবান স্পোর্টস, স্পোর্টস রাইডার, স্পোর্টস নিউজস্পোর্টস নিউজ ২৪ , রেডিও ভালবাসা , ডেইলি আলো ২৪ ইত্যাদি। এসব পেজ থেকে ‘ব্রেকিং নিউজ’ কিংবা ‘এইমাত্র পাওয়া’ বা এ জাতীয় শিরোনাম দিয়ে এ সংক্রান্ত বিভিন্ন অনলাইন পোর্টালের লিঙ্ক শেয়ার করা হয়।



এছাড়া, তামান্না তিশা নামের একটি আইডিকে স্পোর্টস আওয়ার ২৪ নামক অনলাইন পোর্টালের  এ সংক্রান্ত একটি খবরের লিঙ্ক বিভিন্ন গ্রুপে শেয়ার করতে দেখা যায় ।  (যেমন- এখানে , এখানে, এখানে )


এসব খবরে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলের দুইটি গ্রুপ ছবি ব্যবহার করার কারণে অনেকে ধারণা করতে পারেন, আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ থেকে এই নতুন নিয়ম হয়ত চালু হতে যাচ্ছে।

তবে মূলধারার কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি।

ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান

ওয়েব পোর্টাল স্পোর্টস আওয়ার ২৪ এ প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছে, কেমন হতো যদি ৫ টি নতুন নিয়ম আসতো টি-২০ তে? আজ আমরা ৫ টি নতুন নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো প্রণয়ন করা হলে আরও চমকপ্রদ হবে টি-২০ ক্রিকেট। যে ৫ টি নতুন নিয়ম জনপ্রিয় করে তুলবে টি-২০ ক্রিকেটকে

অর্থাৎ, নতুন কয়েকটি সম্ভাব্য নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে এই নিবন্ধে , যে নিয়মগুলো চালু করা হলে ক্রিকেট হয়ত আরো আকর্ষণীয় হবে। তবে এই নতুন নিয়মগুলো ‘চালু হয়েছে’ বা ‘কার্যকর করা হয়েছে’ এমন কোনো তথ্য উল্লেখ নেই নিবন্ধের কোথাও। শিরোনাম ‘টি-২০ তে যুক্ত হল ৫ টি নতুন নিয়ম’ দেখে যে কোনো পাঠক বিভ্রান্ত হতে পারেন।

অনুসন্ধানে দেখা যাচ্ছে , স্পোর্টস জোন ২৪ নামের আরেকটি অনলাইন পোর্টালে ক্রীড়া লেখক Nur E Alam এই বিষয়ে নিবন্ধ লিখেছিলেন গত ২৪শে আগস্ট। এখানে শিরোনাম ছিল, টি-টোয়েন্টিকে আরো জনপ্রিয় করতে নতুন পাঁচটি নিয়ম । এখানে তিনি লিখেছিলেন, আজ আমরা ৫ টি নতুন নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো প্রণয়ন করা হলে আরও চমকপ্রদ হবে টি-টোয়েন্টি ক্রিকেট।

এছাড়া, ভারতভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট, ক্রিকেট ট্র্যাকার এ গত ২৪শে আগস্ট সকাল ১১টা ৮ মিনিটে জনৈক অশ্বিনী পাতিল (Ashwini Patil ) একই বিষয়ের উপরে লিখেছিলেন। তার নিবন্ধের শিরোনাম ছিল,
5 New rules that can make T20 cricket more interesting

এখানেও তিনি ৫ টি নতুন নিয়ম প্রস্তাব করেছেন। নতুন নিয়ম কার্যকরী হয়ে গিয়েছে বলে দাবি করেন নি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা – International Cricket Council (ICC) এর ওয়েবসাইটে গিয়ে দেখা গেল, টি-টুয়েন্টির জন্য সর্বশেষ মে,২০২১ সালে আইনকানুন (playing conditions) সংশোধন এবং পরিমার্জন করা হয়েছিল। মে,২০২১ এর প্লেয়িং কন্ডিশন অনুযায়ীই এখন খেলা চলছে। নতুন করে আর কোনো আইন-কানুনের সংশোধনী আনা হয়নি।

ক্রিকেটের আইন কানুন যারা প্রনয়ণ করে, সেই Marylebone Cricket Club (MCC) এর ওয়েবসাইটে গিয়েও নতুন কোনো আইনের উল্লেখ পাওয়া গেল না।

সার্বিক দিক বিবেচনা করে এই ভাইরাল খবরটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply