পঙ্গু হাসপাতালে কি কৃত্রিম পা সংযোজনের ক্যাম্প চলছে?

Published on: [October 4,2021]

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল বা NITOR নামে পরিচিত) এ কৃত্রিম পা সংযোজন ক্যাম্প চলছে – এই মর্মে একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্দিষ্ট রোগীদের আগামি ১৫ই অক্টোবর ২০২১ এর মধ্যে পঙ্গু হাসপাতালে এসে বিনামূল্যে এই সুবিধা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে এসব পোস্টে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে , এমন কোনো কার্যক্রম পঙ্গু হাসপাতালে বর্তমানে চলছে না। ২০১৯ সালে  এবং তারও আগে বিভিন্ন সময়ে পঙ্গু হাসপাতালে এমন কার্যক্রম চলেছিল। সেই পুরনো খবর এখন নতুন করে ভাইরাল হয়েছে, যেটি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

বিভ্রান্তির উৎস

গত ২রা অক্টোবর সকাল থেকেই পোস্টটি ফেসবুকের বিভিন্ন জায়গায় ভাইরাল হতে দেখা যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে, এখানে , এখানে , এখানে ,এখানে

ছবির সত্যতা যাচাই

ভাইরাল হওয়া পোস্টে যে ছবি ব্যবহার করা হয়েছে, ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেল, এটা ২০১৯ সালের ছবি।

প্লাটফর্ম , পিরোজপুর সংবাদ সহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে ২০১৯ সালের ২২শে সেপ্টেম্বর এই ছবি এবং এ সংক্রান্ত খবর প্রকাশিত হতে দেখা যায়।

এসব খবরে বলা হয় , গত কিছুদিন ধরে ঢাকার সব চেয়ে বড় পঙ্গু হাসপাতাল ঢাকা পংগু হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সোর্স ও তাদের দেওয়া তথ্যের মাধ্যমে যানা [জানা] যায় এই সেবাটি থাকবে আগামি ১৫ ই অক্টোবর পর্যন্ত (অর্থাৎ, ২০১৯ সালের ১৫ই অক্টোবর)।

তবে ছবিটি ২০১৯ সালের এটা নিশ্চিত হওয়া গেলেও এটি যে পঙ্গু হাসপাতালের ছবি, নাকি অন্য কোনো ছবিকে প্রতীকী ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যান্য বছরের খবর

২০১৯ ছাড়াও বিভিন্ন সময়ে (যেমন- ২০১৫,২০১৬) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  ( National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation -NITOR)  এর পক্ষ থেকে এভাবে কৃত্রিম পা সংযোজনের ক্যাম্প করা হয়েছিল।

চ্যানেল২৪ এর এই খবরে জানা যাচ্ছে, ২০১০ সালের পর কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্রে নিয়োগ দেয়া হয়নি কাউকে। তাই ভরসা করতে হয় অল্প সময়ের জন্য বিদেশ থেকে আসা বিশেষজ্ঞদের উপর। এ কারণে যখন বিদেশ থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক আসেন, তখন স্বল্প সময়ের জন্য এই ধরণের পা সংযোজনের আয়োজন করা হয় এবং সেই খবরটাই বিভিন্ন ভাবে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ সংক্রান্ত গুজব অতীতেও ভাইরাল হয়েছিল। ২০২০ সালে এমন কোন কৃত্রিম পা সংযোজন ক্যাম্প করা না হলেও এ সংক্রান্ত গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যেমন দেখুন –এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

অন্যান্য ফ্যাক্টচেকারদের অনুসন্ধান

সাম্প্রতিক ভাইরাল গুজবের প্রেক্ষিতে ৩রা অক্টোবর রাত ১ টা ৩২ মিনিটে  সাইবার ৭১ – We Work to Protect Bangladesh পেজ থেকে জানানো হয়, পঙ্গু হাসপাতাল (NITOR) এ বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে বলে একটি পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এটি গুজব এবং অসত্য তথ্য সবাই এড়িয়ে চলুন।

এছাড়া, গত বছর এ সংক্রান্ত পোস্ট ভাইরাল হলে বুম বিডি ,  রিউমার স্ক্যানার এবং বাংলাদেশ জার্নাল এ এই সংক্রান্ত ফ্যাক্ট চেকিং রিপোর্ট প্রকাশিত হয়েছিল।

NITOR বা পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR) এর ওয়েবসাইটে পাওয়া ফোন নাম্বারে ( +88 02 55058938) কথা বলে এই প্রতিবেদক নিশ্চিত হয়েছেন, এ বছর NITOR এর পক্ষ থেকে এমন কোনো কার্যক্রম চলছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আবেদনটির কোনো ভিত্তি নেই বলে তারা জানিয়েছেন।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

ভাইরাল হওয়া পোস্টের কোনো ভিত্তি নেই। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (NITOR) বা পঙ্গু হাসপাতালে অতীতে কৃত্রিম পা সংযোজনের ক্যাম্প চললেও বর্তমানে এই ধরণের কোনো কার্যক্রম চলমান নেই। সার্বিক বিবেচনায় এ সংক্রান্ত সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে ।

আপডেট-৫ই অক্টোবর,২০২১ 

ফ্যাক্টওয়াচে এই গুজব সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আজ National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation -NITOR এর ওয়েবসাইটে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বিগত কয়েকদিন থেকে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিতোর) এ বিনা মূল্যে বিদেশী বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেয়া হচ্ছে।…………এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তি মূলক। ”

May be an image of text

মূল বিজ্ঞপ্তিটি দেখা যাবে এখানে। 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply