অর্থনীতিতে কি নোবেল পুরষ্কার দেওয়া হয়?

Published on: May 3, 2022

আপন দাস

অর্থনীতিতে কি নোবেল পুরষ্কার দেওয়া হয়? অমর্ত্য সেন কি নোবেল বিজয়ী? প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন দুটি অনেকের চোখে পড়ে। সম্প্রতি “নকল বুদ্ধিজীবী” নামক একটি ফেসবুক পেজ থেকে বাংলাভিশন টিভি চ্যানেলের “যে কথা বলতে চাই” নামের একটি টক-শো’র খন্ডিত ভিডিও প্রকাশিত হয়েছে। উক্ত আলোচনায় লেখক–অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, “অর্থনীতিতে নোবেল পুরষ্কার বলে কোনো বস্তুই নাই। এটা একটি গুজব।“ চলুন জেনে নেয়া যাক আদতেই কি অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়?

 


এক নজরে নোবেল পুরষ্কারের ইতিহাস:

১৯০১ খ্রিষ্টাব্দে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬) এর নামে নোবেল পুরষ্কার প্রবর্তিত হয় যা বর্তমানে সুইডেনের স্টকহোমে অবস্থিত নোবেল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। ২৭ নভেম্বর, ১৮৯৫ সালে আলফ্রেড নোবেল প্যারিসের সুইডিশ-নরওয়েজিয়ান ক্লাবে তার তৃতীয় এবং শেষ উইলে স্বাক্ষর করেছিলেন যা তার মৃত্যুর পর খোলা এবং পড়া হয়। উইলটি সুইডেন এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই অনেক বিতর্কের সৃষ্টি করে, কারণ নোবেল পুরষ্কার প্রতিষ্ঠার জন্য তার সম্পদ রেখে গিয়েছিলেন। তার পরিবারের বিরধিতা স্বত্তেও ১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরষ্কার প্রদান শুরু হয়েছিল। উইলের উদ্ধৃতিতে, আলফ্রেড নোবেল নির্দেশ দেন যে তার অবশিষ্ট সমস্ত সম্পত্তি মানবকল্যাণমূলক কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এই ৫ টি ক্ষেত্রে পুরষ্কার প্রদানে ব্যবহার করা হবে। নোবেল পুরষ্কার এবং অর্থনীতিতে সেভেরিজেস রিক্সব্যাংক (সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক) পুরষ্কার ১৯০১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৬০৯ বার ৯৭৫ জন ব্যক্তি এবং সংস্থাকে দেওয়া হয়েছে। প্রতিটি পুরষ্কারে একটি পদক, একটি ব্যক্তিগত ডিপ্লোমা এবং একটি নগদ অর্থ পুরষ্কার থাকে।


সেভেরিজেস রিক্সব্যাংক পুরষ্কার কি?

১৯৬৮ সালে, সেভেরিজেস রিক্সব্যাংক (সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক) নোবেল পুরষ্কারের প্রতিষ্ঠাতা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে পুরষ্কার ঘোষণা করে। ব্যাংকের ৩০০ তম বার্ষিকী উপলক্ষ্যে সেভেরিজেস রিক্সব্যাংক কর্তৃক নোবেল ফাউন্ডেশনকে প্রদানকৃত অনুদানের উপর ভিত্তি করে ১৯৬৯ সাল থেকে প্রতিবছর অর্থনীতিতে পুরষ্কারটি দেওয়া হয়। ১৯৬৯ সালে রাগনার ফ্রিশ এবং জ্যান টিনবার্গেনকে প্রথম এই পুরষ্কার দেওয়া হয়েছিল। নোবেল পুরষ্কারের মতো একই নীতি অনুসরণ করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স উক্ত পুরষ্কার বিজয়ীদের বাছাই করে। পুরষ্কারের পরিমাণও নোবেল পুরষ্কারের সমান, যা রিক্সব্যাংক প্রদান করে। যদি একাধিক বিজয়ী থাকে, পুরষ্কারের পরিমাণ তাদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়। এখনপর্যন্ত উক্ত পুরষ্কার বিজয়ীদের তালিকাটি দেখুন এখানে।



 

অমর্ত্য সেন কি “নোবেল বিজয়ী”?

১৯৯৮ সালে আলফ্রেড নোবেল এর স্মৃতিতে অর্থনীতিতে অবদানের জন্য সেভেরিজেস রিক্সব্যাংক পুরষ্কার পেয়ছেন অমর্ত্য সেন। দূর্ভিক্ষ, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কারণ নিয়ে গবেষণার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স কর্তৃক এই পুরষ্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ। ২০১৯ সালে আরেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন-বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে উক্ত পুরষ্কারটি পেয়েছিলেন। নোবেল পুরষ্কারের ওয়েবসাইটে অর্থনৈতিক বিজ্ঞান বিজয়ীদের মনোনয়ন এবং নির্বাচনের বিবরণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এটি “নোবেল পুরষ্কার নয়”। উক্ত পুরষ্কার সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে।


যদিও “অর্থনীতিতে নোবেল বিজয়ী” উল্লেখ করে প্রায়শই সংবাদ প্রচার করে থাকে একাধিক সংবাদমাধ্যম। এমন কিছু প্রকাশিত প্রতিবেদনের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।



নোবেল পুরষ্কারের দাপ্তরিক ওয়েবসাইট থেকে তথ্যের ভিত্তিতে বলা যায়, শুধুমাত্র পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এই ৫ টি ক্ষেত্রে “দ্য নোবেল প্রাইজ” প্রদান করে দ্য নোবেল ফাউন্ডেশন এবং অর্থনীতিতে আলফ্রেড নোবেলের স্মরণে “দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ” প্রদান করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। উল্লেখ্য যে নোবেল পুরষ্কারের মতো একই নীতি অনুসারে সেভেরিজেস রিক্সব্যাংক পুরষ্কার প্রদান করা হয়। নোবেল পুরষ্কারের দাপ্তরিক ওয়েবসাইটে “প্রাইজ ইন ইকোনমিক সাইন্স” ক্যাটাগরিতে সেভেরিজেস রিক্সব্যাংক পুরষ্কারটি তালিকাভুক্ত রয়েছে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: অর্থনীতিতে নোবেল পুরষ্কার নয়, বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে সেভেরিজেস রিক্সব্যাংক পুরষ্কার দেওয়া হয়।


আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply