ভারতের ট্রেন দূর্ঘটনাস্থলের নিকটবর্তী মন্দিরকে মসজিদ বলে প্রচার

Published on: June 5, 2023

সম্প্রতি ভারতের ট্রেন দূর্ঘটনা নিয়ে কয়েকটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এর মধ্যে ছবিসহ একটি দাবিতে বলা হচ্ছে, যে জায়গায় দূর্ঘটনা ঘটেছে সেখানে একটি মসজিদ ছিলো এবং এর সাথে এই দূর্ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, উক্ত ছবিটি মসজিদের নয় বরং একটি মন্দিরের। যার নাম বাহানাগা ইসকন মন্দির। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান এবং ভারতের একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের তথ্যের উপর ভিত্তি করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

ভাইরাল এসব ফেসবুক পোস্টে থাকা ছবির সাহায্যে অনুসন্ধান করলে জানা যায়, ৩ জুন, ২০২৩ এ বিবিসি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ছবিটি নেয়া হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে বিবিসি ছবিটি প্রকাশ করে। উক্ত প্রতিবেদনের কোথাও ছবিতে থাকা এই স্থাপনাটিকে মসজিদ বলে দাবি করা হয় নি।

 

পুনরায় অনুসন্ধানে বিবিসি নিউজ প্রকাশিত অন্য একটি ভিডিও প্রতিবেদনে উক্ত স্থাপনাটির সম্পূর্ণ অংশ দেখতে পাওয়া যায়। সেখানেও এই স্থাপনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। পরবর্তীতে অনুসন্ধান করলে জানা যায়, গত ২ জুন, ২০২৩ এ ভারতের ওড়িশা প্রদেশের বালাসোর জেলার বাহানাগা স্টেশনের পাশে উক্ত ট্রেন দূর্ঘটনাটি ঘটে। অর্থ্যাৎ, যে স্থাপনাটি নিয়ে এমন দাবি করা হচ্ছে সেটি সেই অঞ্চলেই অবস্থিত।  বিবিসি প্রকাশিত অন্য একটি প্রতিবেদন থেকে উক্ত জায়গাটি গুগল ম্যাপের ঠিক কোথায় অবস্থিত তা জানা যায়। এর ভিত্তিতে গুগল ম্যাপে অনুসন্ধান করা হলে নিম্নোক্ত জায়গাটি খুঁজে পাওয়া যায়।


 

উপরে লাল বক্স চিহ্নিত জায়গাটিতে দূর্ঘটনাটি ঘটেছে। গুগল ম্যাপের নির্দিষ্ট এই স্থানে এমন কোনো স্থাপনা আছে কি না অনুসন্ধান করা হলে সেখানে  একটি মন্দির খুঁজে পাওয়া যায়। যার নাম বাহানাগা ইস্কন মন্দির।

 

অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত একটি টুইটার পোস্টে দূর্ঘটনার সেই জায়গার একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়। যেখানে দাবিকৃত এই স্থাপনাটির আশেপাশের জায়গা সম্পর্কে পরিষ্কার চিত্র পাওয়া যায়। এখন এই ভিডিওতে পাওয়া উক্ত স্থাপনার সাথে ম্যাপে পাওয়া স্থাপনাটির তুলনা করা যাকঃ


 

উপরোক্ত প্রথম ছবির লাল বৃত্ত চিহ্নিত জায়গাটি খেয়াল করলে দেখা যাবে, উক্ত স্থাপনাটির পিছনে সবুজ গাছ-পালা দেখা যাচ্ছে। যার সাথে স্যাটেলাইট থেকে পাওয়া দ্বিতীয় ছবির সম্পূর্ণ মিল পাওয়া যাচ্ছে। একই ভাবে নীল বক্স চিহ্নিত অংশে খালি জায়গা এবং এরপর ঘন বন দেখা যাচ্ছে যা স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সাথে মিলে। সবশেষে হলুদ চিহ্নিত বক্সে রেললাইনের অবস্থানের সাথে মূল ভিডিওতে পাওয়া রেললাইনের অবস্থানেরও মিল পাওয়া গিয়েছে। যা থেকে বিষয়টি পরিষ্কার যে এটিই সেই স্থাপনাটি এবং এর নাম বাহানাগা ইসকন মন্দির।

 

অন্যদিকে ভারতের একাধিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান থেকে এই বিষয়টি যাচাই করা হয়েছে। এর মধ্যে দ্য কুইন্ট প্রকাশিত একটি প্রতিবেদনে সেখানকার স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি যাচাই করা হয়। তমাল সাহা নামে একজন স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, এই স্থাপনাটির নাম বাহানাগা ইস্কন মন্দির। এছাড়া উক্ত মন্দির কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি দীপক কুমার সামাল নামে আরেকজন স্থানীয় প্রতিবেদক উক্ত মন্দিরের ছবিও পাঠিয়েছেন যার সাথে ভাইরাল ছবির মিল খুঁজে পাওয়া গিয়েছে।

 

এছাড়া একই বিষয়ে বুম ইন্ডিয়ার একটি আর্টিকেল পড়ুন এখানে

 

যা থেকে বিষয়টি শতভাগ নিশ্চিত যে ভাইরাল এই ছবিটি কোনো মসজিদের ছবি না বরং একটি ইসকন মন্দিরের ছবি।

 

উল্লেখ্য, গত ২ জুন, ২০২৩ এ ভারতের উড়িষ্যায় এই দূর্ঘনাটি ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভয়াবহ এই দূর্ঘটনায় ২৭৫ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

 

বিস্তারিত পড়ুন এখানে

 

সুতরাং বিষয়টি নিশ্চিত যে, ভাইরাল ছবিটি কোনো মসজিদের ছবি নয় বরং একটি মন্দিরের ছবি। তাই এসব ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা চিহ্নিত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh