“শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন হবে ঢাকা” – পুরনো খবর নতুন করে ভাইরাল

Published on: January 18, 2022

সম্প্রতি “শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন হবে ঢাকা, থাকবে জিরো টলারেন্স” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে shahidajannat.com নামের একটি ওয়েব পোর্টাল থেকে। খবরের বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে জানা যায়, এটি গতবছরের ঈদুল আজহার ছুটির পর ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন নিয়ে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি হলেও সেখানে লকডাউনের মত কোনো বিধিনিষেধ এখন পর্যন্ত নেই। 

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে প্রকাশিত উক্ত খবরটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।


উক্ত খবরটির বিস্তারিত অংশের প্রথম লাইনে বলা হয়েছে “ঈদের পর আগামী ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে।“ এই তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করে দেখা যায়, ভাইরাল খবরটি ২০ জুলাই ২০২১ তারিখে কালের কন্ঠ থেকে প্রকাশিত একটি খবর থেকে হুবহু কপি করা হয়েছে। “শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা, জিরো টলারেন্স” শিরোনামে কালের কন্ঠের সেই সংবাদটি পড়ুন এখানে।

মূলত গতবছরের ঈদুল আজহার ছুটির পর ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঈদের আগে ১৩ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যেখানে ২৩ দফা নির্দেশনা ছিল। এ বিষয়ক দুটি খবর দেখুন এখানে এবং এখানে।

এদিকে, করোনা মহামারি প্রতিরোধে ১০ জানুয়ারি ২০২২ (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। উক্ত নির্দেশনায় লকডাউনের মত কোনো বিধিনিষেধ নেই। গতবছরের পুরনো খবর নতুন করে প্রচার করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বিবেচনায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply