ভাইরাল হওয়া আহত বৃদ্ধের ছবিটি সাম্প্রতিক নয়

Published on: July 8, 2021

৭ জুলাই ২০২১ তারিখে “দেখেন পুলিশে মেরে কি করেছে! গরিব হইছে তাই এর কোনো বিচার নাই!” ক্যাপশনযোগে একটি ছবি ফেসবুকে শেয়ার হতে দেখা গেছে। যদিও শেয়ারকৃত ছবিগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়নি আহত ব্যক্তির পরিচয় কিংবা ঘটনার স্থান। ফ্যাক্টওয়াচ রিভার্স সার্চ পদ্ধতিতে ছবিটি অনুসন্ধান করে দেখেছে, ছবি সাম্প্রতিক নয়। ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি বাংলা, হিন্দি, উর্দূ ও মালয়ালাম ভাষাসহ নানান ভাষায় শেয়ার করা হয়েছে। এসব ভাষায় দেয়া স্ট্যাটাসগুলোতে অবশ্য পুলিশে মারার কথা উল্লেখ নেই।

সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গেছে ফেসবুকের বিভিন্ন ব্যক্তিগত একাউন্ট, পেজ এবং গ্রুপে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

গুগলের রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ছবিটি অনুসন্ধান করে দেখা যায় ২০২০ সালের ১১ এপ্রিল Mohibullah Ali নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি “দেখেন পুলিশে মেরে কি করেছে! গরিব হইছে তাই এর কোনো বিচার নাই!” ক্যাপশন সহকারে প্রকাশিত হয়েছিল যা ৮৯ হাজার বার শেয়ার হয়েছে ফেসবুকে। সম্প্রতি এই ছবিটিই নতুন করে ভাইরাল হয়েছে।


২০১৯ সালেও এই ছবিটি টুইটারে পাওয়া গেছে। এমন দুটি টুইট দেখুন এখানে এবং এখানে।

২০১৮ ও ২০১৯ সালেও বিভিন্ন ভাষাভাষী ফেইসবুক পেজ থেকে ছবি শেয়ার হতে দেখা গেছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। সেখানে কোথাও কোথাও বলা আছে যে, কোনো ভিক্ষুক বা গরিবকে মারা হয়েছে। কোনো কোনো পোস্ট বলছে এটা বাংলাদেশ না ভারত তারা নিশ্চিত না। আবার কোনো আরবি টুইটে বলা হচ্ছে, এটা বার্মার মুসলমান (রোহিঙ্গা)দের ওপর বৌদ্ধ জাতিগোষ্ঠীর নির্যাতনের একটা চিত্র।


যদিও ছবির মূল উৎসটি খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ, তবে ছবি প্রকাশের তারিখ বিবেচনার ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ছবিটি সাম্প্রতিক নয়। বর্তমানে করোনা মোকাবেলায় সারাদেশে কঠোর লকডাউন চলছে। এসময় “দেখেন পুলিশে মেরে কি করেছে! গরিব হইছে তাই এর কোনো বিচার নাই!” ক্যাপশনযোগে এরকম পরিচয়হীন আহত বৃদ্ধের স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিধায় ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি বিভ্রান্তিকর এবং প্রেক্ষাপট-বহির্ভূত।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply