পুরনো ভিডিও “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিও” বলে প্রচার

Published on: February 27, 2022

সম্প্রতি “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিও” ক্যাপশনে বেশ কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুর ১ মিনিট ৪৪ সেকেন্ড জুড়ে দেখা যায়, মার্কিন পতাকাবাহী যুদ্ধযান থেকে গুলি ছোড়া হচ্ছে। ইউটিউবে কী-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ভিডিওটি পুরনো। পুরনো ভিডিও চলমান “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিও” ক্যাপশনে প্রচার করায়, ফ্যাক্টওয়াচ এটি কে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

সম্প্রতি “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিও” ক্যাপশনে শেয়ার হওয়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

উক্ত ভিডিওগুলোর শুরুর ১ মিনিট ৪৪ সেকেন্ড জুড়ে দেখা যায়, মার্কিন পতাকাবাহী যুদ্ধযান থেকে গুলি ছোড়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়াতে চায় না বলে স্পষ্ট করেছেন বাইডেন। তাহলে প্রশ্ন আসে, মার্কিন পতাকাবাহী যুদ্ধযান থেকে গুলি ছোড়ার ভিডিওটি আসলে কোথাকার এবং কবেকার?

ইউটিউবে বিভিন্ন প্রাসঙ্গিক কী-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ভিডিওটি পুরনো। ২৬ অক্টোবর ২০২১ “U.S. Special Operations Forces In Heavy Combat During Assault On IS-K Position In Afghanistan” ক্যাপশনে ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে WarLeaks – Military Blog নামের একটি ইউটিউব চ্যানেল থেকে।  War is Hell নামের একটি ফেসবুক পেজেও ২৫ অক্টোবর ২০২১ তারিখে ভিডিওটি প্রকাশিত হয়েছিল।

 


এছাড়া ২০ ও ২১ ডিসেম্বর একই ক্যাপশনে ইউটিউবে প্রকাশিত আরও দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে।

উল্লেখ্য যে, ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply