গণসংহতি আন্দোলনের পুরনো ভিডিওকে বিএনপি নেতা ইশরাকের মুক্তির মিছিল দাবি

Published on: April 13, 2022

সম্প্রতি “ইশরাকের কিছু হলে সরকারকে কঠিন হুশিয়ারি! রাজপথে ইশরাক বাহিনী” শিরোনাম একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ৩ মার্চ ২০২২ তারিখে চাল-ডাল-ভোজ্যতেল-গ্যাস- বিদ্যুত-পানি সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সচিবালয়ের সামনে “গণসংহতি আন্দোলন” নামের একটি রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশের। ভিডিওটি বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবি নিয়ে নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোতে ভিডিওটির শিরোনামকে “মিথ্যা” হিসবে সাব্যস্ত করছে।

ফেসবুকে উক্ত শিরোনামে ভাইরাল এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

গুজবের উৎস

৮ এপ্রিল ২০২২ তারিখে Emotional story নামের একটি ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর শিরোনামে ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়। পরবর্তীতে এখান থেকে প্রচুর ভাইরাল হয়ে ভিডিওটি বিভিন্ন  পেজ, একাউন্ট, গ্রুপে শেয়ার হয়। উক্ত পেজ থেকে এর আগেও বিভ্রান্তিকর ক্যাপশনে অন্য একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। বিভ্রান্তিকর সেই ভিডিওটির উপরে ফ্যাক্টওয়াচের করা অন্য একটি প্রতিবেদন দেখুন এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

৮ মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে “ভোজ্য তেলের দাম কমাও” কিংবা  “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ” লেখা ব্যানার ও প্লেকার্ড। ভিডিওটির ৩৯ সেকেন্ড অংশ থেকে শোনা যায় “চাল-ডাল, তেলের দাম বাডছে কেন100বিরাম” স্লোগান।    এছাড়া ভিডিওটির ৫২ সেকেন্ডে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী মানুষের হাতে “দাম  কমাও, গণসংহতি আন্দোলন” ইত্যাদি লেখা ব্যানার দেখতে পাওয়া যায় এবং ভিডিওটির ১ মিনিটের পরবর্তী অংশ থেকে বামপন্থী রাজনৈতিক নেতা জুনায়েদ সাকির বক্তব্য দেখতে পাওয়া যায়। আরও বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে গণসংহতি আন্দোলন নামের   রাজনৈতিক দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক একাউন্টে ৩ মার্চ ২০২২ তারিখে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে

ভিডিওটির ৯ মিনিট ১৫ সেকেন্ডের পরবর্তী অংশের ভিডিও এবং বক্তব্য শুনে দেখা যায় “ইশরাকের কিছু হলে সরকারকে কঠিন হুশিয়ারি! রাজপথে ইশরাক বাহিনী” শিরোনামে প্রকাশিত ভিডিওটির সাথে গণসংহতির এই ভিডিওটির শতভাগ মিল রয়েছে। ৩ মার্চ ২০২২ তারিখে গণসংহতি আন্দোলনের ফেসবুক পেজে প্রকাশিত ১২ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির সাথেও ভাইরাল ভিডিওটির বক্তা এবং বক্তব্যের শতভাগ মিল পাওয়া গেছে। ভিডিওটি দেখুন এখানে। সুতরাং “ইশরাকের কিছু হলে সরকারকে কঠিন হুশিয়ারি! রাজপথে ইশরাক বাহিনী” প্রকাশিত ভিডিওটি গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির উপরে, ইশরাকের মুক্তির জন্য নয়।

 

সঙ্গত কারণে মিথ্যা ক্যাপশনে প্রকাশিত পোস্টগুলোকে “ফ্যাক্টওয়াচ মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply