“একই মঞ্চে বাংলার শির্ষ নেতারা, রাজনীতিতে নতুন মোড়!” – পুরনো ভিডিও ভাইরাল

Published on: July 7, 2021

৬ জুলাই ২০২১ তারিখে “একই মঞ্চে বাংলার শির্ষ নেতারা, রাজনীতিতে নতুন মোড়!” ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে। এটি কোনো সাম্প্রতিক ঘটনার ভিডিও নয়। মূল ভিডিওটি গত ১৬ মার্চ ২০২১ তারিখে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের মিলনায়তনে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় ধারণ করা হয়েছিল। সেখানে যারা উপস্থিত ছিলেন, তাদের বেশিরভাগই সমাজের পেশাজীবী ও বুদ্ধিজীবী, যাদের এখানে “শীর্ষ নেতা” অভিধা দেয়া হচ্ছে। এটা বিভ্রান্তিকর।

এই ভিডিওটি গত দুইদিনে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে শেয়ার হয়েছে। দেখুন এখানে, এখানে  এবং এখানে।


গত ১৬ এবং ১৭ মার্চ ২০২১ তারিখে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, শোকসভার ব্যাকড্রপে তারিখ উল্লেখ আছে “১৬ মার্চ, ২০২১ মঙ্গলবার”। এছাড়া উক্ত শোকসভায় উপস্থিত ব্যক্তিদের বেশভূষার সাথে সম্প্রতি শেয়ার হওয়া ভিডিওর অতিথিদের বেশভূষা মিলে যাচ্ছে। উক্ত শোকসভায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ও মুক্তিযোদ্ধা . জাফরুল্লাহ চৌধুরী, সভাপতি ড. কামাল হোসেন, নাগরিকে ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেখক আসিফ নজরুল, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এবং প্রমুখ।



গত ১৬ এবং ১৭ মার্চ ২০২১ তারিখে ফেসবুকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এবং এখানে।

গত ১৬ মার্চ ২০২১ তারিখে মুশতাক আহমেদ স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোকসভার ভিডিওটি তিন মাস পর “একই মঞ্চে বাংলার শির্ষ নেতারা, রাজনীতিতে নতুন মোড়!” ক্যাপশনযোগে শেয়ার করা হচ্ছে। এটা নিশ্চিতভাবেই মানুষকে বিভ্রান্ত করবে। ফ্যাক্টওয়াচ তাই এই ভাইরাল নিউজকে দাগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply