ওমিক্রনে আক্রান্ত হয়ে আমেরিকায় ৩৫ জনের মৃত্যুর তথ্যটি ভূয়া  

Published on: December 9, 2021

সম্প্রতি আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি দাবি করে একটি ছবি শেয়ার হয়েছে ফেসবুকে। উক্ত পোস্টগুলোতে আরও বলা হয়েছে, আমেরিকাতে ওমিক্রনে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ভাইরাল ছবিটি আমেরিকার নয়, বেলজিয়ামের। যুক্তরাষ্ট্রের ১৬ টি রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়া উক্ত পোস্টটি দেখুন এখানে, এখানে, এবং এখানে।

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হচ্ছে,

আমেরিকার অবস্থা

আমেরিকার একটি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত রোগীর ছবি।

এই পর্যন্ত আমেরিকাতে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৫ জনের।

আল্লাহ্ তুমি রহম করো”

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, মূল ছবিটি আমেরিকার নয়, বেলজিয়ামের। ছবিটির বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালের ০৫ ই মে বেলজিয়ামের University Hospital of Liege এর আইসিইউতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের এই ছবিটি তুলেন Alexandros Michailidis নামের একজন ফটোজার্নালিস্ট।

মূল ছবিটি দেখুন এখানে এবং এখানে।


অন্যদিকে, উক্ত ফেসবুক পোস্টগুলোতে উল্লেখিত “এই পর্যন্ত আমেরিকাতে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৫ জনের।“  সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। CNBC থেকে প্রকাশিত একটি সংবাদ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২০ জন ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ১৬ টি রাজ্যে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ডিরেক্টর (সিডিসি) এর পরিচালক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বাড়তে পারে।


বিশ্বের ৩৮টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার।

পুরনো ছবি নতুন প্রেক্ষাপটে ভুল তথ্যের সাথে ব্যবহার করায়, ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply