পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস- ভুয়া খবর

Published on: June 11, 2021

সম্প্রতি ‘পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস’ এবং ‘নতুন আতঙ্ক এবার যে ভাবে পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস’ শীর্ষক শিরোনামে দুটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। একাধিক অনলাইন পোর্টালে প্রকাশিত এ সকল প্রতিবেদনের লিংক শেয়ার করা হয় ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। বাস্তবে এটি একটি ভুয়া খবর। ফ্যাক্টওয়াচ টিম উক্ত প্রতিবেদনগুলো যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবির সাথে বিস্তারিত অংশের কোন মিল নেই বরং প্রতিবেদনগুলোতে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরির ঝুঁকিকে স্বীকার করেছে । 

১০ জুন ২০২১ তারিখে “পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস” এবং “নতুন আতঙ্ক এবার যে ভাবে পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস” শীর্ষক শিরোনামে দুটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখান, এখানেএখানে

 

স্ক্রিনশট

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অথচ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, প্রতিবেদনগুলোর ভেতরের অংশে শিরোনামে করা দাবির পক্ষে নেই কোন তথ্য বরং সম্পূর্ণ বিপরীত কথা বলা হয়েছে সেখানে। বিস্তারিত প্রতিবেদনের একাংশে লেখা ফ্রিজ অনেকদিন পরিষ্কার না করলে বা না খুললে কালো ছত্রাক তৈরি হয়। সেগুলো তৈরি হয় মূলত ব্যাক্টেরিয়া এবং ইস্টের জন্য। তা থেকে শাক-সবজি, পাউরুটি, চিজের মতো খাবার খারাপ হয়ে যেতে পারে। কিন্তু এ থেকে মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস হবে না।

এভাবে একি প্রতিবেদনে সাংঘর্ষিক তথ্য দিয়ে সাধারণ পাঠককে বিভ্রান্ত করা হচ্ছে। অর্থাৎ, ভেতরের খবর ঠিক রেখে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পাঠককে লিংকে যেতে উৎসাহিত করে তোলার অপচেষ্টা (যাকে সাইবার পরিভাষায় “ক্লিকবেইট” বলা হয়) সেটিই করেছে পোর্টালগুলো।

স্ক্রিনশট

উল্লেখ্য, পেঁয়াজের গায়ে যে কালো ছত্রাক সাধারণত দেখা যায়, তার নাম অ্যাস্পারজিলাস নাইজার। মাটিতে পাওয়া যায় এই ছত্রাক। আর ব্ল্যাক ফাঙ্গাস যে ছত্রাক থেকে হয় তার নাম মিউকরমাইকোসিস। পেঁয়াজের গায়ে কিংবা ফ্রিজে বহুদিন খাবার রাখার ফলে যে ছত্রাক তৈরি হয় তার কোনওটাই মিউকরমাইকোসিসের কারণ নয় বলে নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির একজন বিজ্ঞানী নাসিম গউর। তিনি বলেন, “ফ্রিজের ভেতর এবং ভেজা দেওয়ালে কিছু ব্যাকেটরিয়ার জন্ম হয়। যেমন ব্যাসিলাস এবং অ্যাসিনেটোব্যাক্টর‌; যেগুলো খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করছে। এতে কিছু অসুখ হতে পারে। কিন্তু তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের কোনও সম্পর্ক নেই।” এ বিষয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনটি পড়ুন এখানে

ইন্ডিয়া টুডে-র অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (এএফডাব্লিউএ) এ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে। তারা এএফডাব্লিউএ’কে নিশ্চিত করেছেন যে, রেফ্রিজারেটরের ভেতরে যে কালো ছাতা পড়ে এবং পেঁয়াজের গায়ে যে ছত্রাক তৈরি হয়, এগুলোর কোনটিও মিউকরমাইকোসিসের ফাঙ্গাস নয়। চণ্ডীগড়ের সরকারি হাসপাতালে মাইক্রোবাইলজি বিভাগের অধ্যাপক ডা. অরুণালোক চক্রবর্তী এএফডাব্লিউএ-কে বলেন, “ফ্রিজে কখনোই মিউকরমাইকোসিসের ফাঙ্গাস বেঁচে থাকতে পারে না। রঙয়ের ভিত্তিতে কখনও ফাঙ্গাসকে চিহ্নিত করা যায় না।“ ইন্ডিয়া টুডের “Fact Check: Fungi inside refrigerators and on onions are not the ones causing mucormycosis” শীর্ষক প্রতিবেদনটি পড়ুন এখানে

স্ক্রিনশট

 

সুতরাং, সামাজিক মাধ্যমে ভাইরাল “পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস” শীর্ষক সংবাদটি একান্তভাবেই মিথ্যা। পেঁয়াজের গায়ে যে কালো ছত্রাক তৈরি হয়, তা মিউকরমাইকোসিস গোত্রীয় নয়, এবং তা থেকে কোন রকম সংক্রমণই মানুষের শরীরে সাধারণত হয় না।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

Leave a Reply