ভারত থেকে আসা অক্সিজেন কোনো “উপহার” নয়

Published on: [July 27,2021]

অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারত বাংলাদেশকে ২০০ টন তরল অক্সিজেন উপহার পাঠিয়েছে – এমন একটি খবর ছড়িয়ে পড়ছে অনলাইনে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখে গেছে, বাংলাদেশের একটি কোম্পানি এই ২০০ টন অক্সিজেন আমদানি করেছে। এটা ভারত সরকারের তরফ থেকে কোনো উপহার নয়।

বিভ্রান্তির উৎস

প্রিয় ঈশ্বরদী নামক ফেসবুক গ্রুপে কয়েকটি অক্সিজেনবাহী ট্যাংকারের ছবি দিয়ে জনৈক আশিকুর রহমান লিখেছেন , এই গুলি হলো 🌹 বাংলাদেশকে দেওয়া ভারতের উপহার 🌹দুশত মেট্রিক টন তরল অক্সিজেন 🌹🏵🌹

একই ছবি এবং একই রকম ক্যাপশন দেখা যাচ্ছে এখানেও 

রাইজিং বিডি, সারাবাংলা সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এই ২০০ টন অক্সিজেন শিপমেন্ট কে ‘উপহার’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।

অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীও বিভ্রান্ত হয়ে এই শিপমেন্টকে ‘ভারতের উপহার’ হিসেবে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। যেমন- এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রিয় ঈশ্বরদী গ্রুপে যে ট্যাংকারগুলিকে ‘এই গুলি হল বাংলাদেশকে দেওয়া ভারতের উপহার’ দাবি করা হয়েছে, ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেল, সেই ছবিটি গত এপ্রিল মাসের। ভারতের দি ইকোনোমিক টাইমস এ গত ২০শে এপ্রিল এই ছবিটা প্রকাশিত হয়েছিল । খবরে বলা হয়েছে, ৭ টি তরল অক্সিজেনবাহী ট্যাংকার মুম্বাই থেকে মহারাষ্ট্রে পৌছেছে ।

প্রকৃতপক্ষে যে অক্সিজেন ট্যাংকারগুলো পৌঁছেছে, সেগুলোর রং এমন নয়। অক্সিজেন এক্সপ্রেসের  নিচের ছবিটি ঢোকার সিরাজগঞ্জ থেকে তোলা। ছবি সৌজন্যে- ইত্তেফাক


সারাবাংলার প্রতিবেদন এর কোথাও ‘উপহার’ কথাটির উল্লেখ না থাকলেও, তাদের ফেসবুক পেজ থেকে খবরের লিংক শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে- ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো ২০০ মেট্রিক টন তরলীকৃত মেডিক্যাল অক্সিজেন যশোরের বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

তবে রাইজিং বিডির মূল খবরেই ‘উপহার’ শব্দটি ছিল। খবরে বলা হয়,উপহার হিসেবে দেওয়া ভারতের ২০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন শনিবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশে প্রবেশ করবে।

তবে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর প্রতিবেদনে এই শিপমেন্টকে ‘আমদানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দৈনিক যুগান্তরের ২৭ শে জুলাই এর প্রতিবেদনে বলা হচ্ছে- ভারত থেকে সপ্তাহে দুইশ টন অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে লিন্ডে ইন্ডিয়ার পক্ষ থেকে লিন্ডে বাংলাদেশ দুইশ টন অক্সিজেন পেয়েছে।

লিন্ডে বাংলাদেশ এর আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, লিন্ডে বাংলাদেশ আনন্দের সংগে ঘোষনা করছে যে , ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনের প্রথম চালান লিন্ডে’র (ভারতে অবস্থিত) টাটানগর অক্সিজেন প্লান্ট থেকে রওনা দিয়ে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে। ( Linde Bangladesh is happy to announce that the first load of 200 MT Liquid Oxygen dispatched from Linde’s Oxygen Plant in Tatanagar, India reached Bangladesh yesterday.)


দি বিজনেস স্ট্যান্ডার্ড এই বিষয়ে খবরের শিরোনাম করেছে – ভারত থেকে এল ২০০ টন মেডিকেল অক্সিজেন : শীর্ষ বহুজাতিক গ্যাস কোম্পানি ‘লিন্ডে’ এই অক্সিজেন এনেছে ।  (200MT of medical oxygen arrives from India .Linde Bangladesh, a pioneer multinational company in the gases business, brought the oxygen )



লিন্ডের পক্ষ থেকে একজন ভাষ্যকার বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন, লিন্ডে ইন্ডিয়ার উদ্যোগে ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি পাওয়া গেছে। বর্তমান সংকটের সময়ে এই ট্রেনের সুবিধাটা কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত। মেডিকেল অক্সিজেনটা আনা হয়েছে লিন্ডে ইন্ডিয়ার অক্সিজেন প্লান্ট থেকে , এবং সারা বাংলাদেশেই কোভিড ডেডিকেটেড হাসপাতালে এটা সরবরাহ করা হবে।  (The Oxygen Express was an initiative that Linde India worked on with the Government of India, and we are glad to be able to adapt it for the growing crisis in Bangladesh as well. The medical oxygen supply was sourced from Linde India plants in India and will be distributed to the Covid-19 dedicated hospitals nationwide.”)

২৫শে জুলাই ঈশ্বরদী রেল স্টেশনে তরল অক্সিজেনের চালানটি গ্রহণ করেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমান এবং অন্যান্যরা ।

এছাড়া, অক্সিজেন এক্সপ্রেসের যেসকল ছবি পাবলিক ডোমেইনে পাওয়া যাচ্ছে, সেখানেও ট্যাংকারের গায়ে আমদানিকারক Linde এর নীল রঙের লোগো দেখা যাচ্ছে।



(ছবি সৌজন্যে- ইতিহাস, যুগান্তর, বাংলা ট্রিবিউন)

অনুসন্ধানে দেখা গেল, ভারত থেকে বাংলাদেশ প্রায়ই অক্সিজেন আমদানি করে। তবে ভারতের অভ্যান্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় গত ২১শে এপ্রিল থেকে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে রেখেছিল ।

বিরতির পরে, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হলে, এবং অক্সিজেনের চাহিদা কমে গেলে গত ৬ই জুলাই ১৯০ টন অক্সিজেনের একটি চালান ভারত থেকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এর এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই ১৯০ টন অক্সিজেনের আমদানিকারক ছিল লিন্ডে বাংলাদেশ ।

ঈদের দিনে,২১শে জুলাই আরো ১৮০ টন তরল অক্সিজেন প্রবেশ করে বাংলাদেশে । এর আমদানিকারক ছিল লিনডে, স্পেক্ট্রা ও পিওর অক্সিজেন

এই সব চালানই এসেছিল স্থলপথে, অক্সিজেনবাহী ট্যাংকারের মাধ্যমে। তবে সর্বশেষবার, ২৫শে জুলাই রেলের মাধ্যমে অক্সিজেন এসেছে।  রেলের মাধ্যমে কম জ্বালানি খরচে দ্রুত সময়ে বেশি পরিবহন করা সম্ভব বিধায় ভারতের বিভিন্ন রাজ্যে এভাবে অক্সিজেন পাঠানো হচ্ছিল। তবে বাংলাদেশে ট্রেনের মাধ্যমে এবারই প্রথম অক্সিজেন এল।

সিদ্ধান্ত

ভারত থেকে নিয়মিতভাবেই বাংলাদেশের লিন্ডে সহ কয়েকটি আমদানি কারক প্রতিষ্ঠান তরল অক্সিজেন আমদানি করে। তবে প্রতিবার তারা স্থলপথে আমদানি করে। এবারই প্রথম ভারতের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’ ব্যবহার করা হয়েছে। তবে এই অক্সিজেন ভারত সরকারের পক্ষ থেকে  কোনো উপহার নয়, অন্যান্যবারের মত এবারও যথারীতি আমদানি করা হয়েছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply