পাকিস্তানে যেতে বাংলাদেশিদের “ভিসা” লাগবে, তবে লাগবে না “ভিসা ফি”

Published on: September 4, 2024

পাকিস্তানে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না- সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়েছে অনলাইনে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, খবরটি সত্যি নয়। মূল খবরটি হল, বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা আবেদন করতে কোন ‘ফি’ লাগবে না। বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে না – এমন কথা পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয় নি। তাই এমন দাবি সংবলিত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা বলে সাব্যস্ত করছে। 
The Daily Jugantor had published a news with the false claim

২ সেপ্টেম্বর ২০২৪ এ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরে বলা হয়, ”স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত  লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশিরা।” 

৩ সেপ্টেম্বর ২০২৪ এ কালবেলা অনলাইনের এ সংক্রান্ত খবরের একটি লিংক ইউটিউবে আড়াই লাখ ভিউ পায়। এখানেও বলা হয় বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসা লাগবে না।

গত ২৫ জুলাই ২০২৪ এ পাকিস্তানের ডন পত্রিকায় বলা হয়, নতুন ভিসানীতিতে পাকিস্তান ১২৬টি দেশের জন্য সে দেশের ভিসা ফি মওকুফ করেছে। এর মধ্যে বাংলাদেশও আছে। 

Credit: DAWN

এছাড়া পাকিস্তানের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এর ওয়েবপেজে যেসব দেশের ভিসা লাগবে, তার একটি তালিকা রয়েছে, সেখানেও বাংলাদেশের নাম আছে। 

Credit: Government of Pakistan Ministry of Pakistan

প্রথম আলো, যুগান্তর, দৈনিক ইত্তেফাক ফিসা ফি মওকুফ নিয়ে সঠিক খবর প্রকাশ করেছে।  

অনলাইন অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশিদের জন্য বিভিন্ন মেয়াদের পাকিস্তানের ফিসা ফি ২০ থেকে ৬০ ডলার। 

তাহলে দেখা যাচ্ছে যে, ভিসা ‘ফি’ লাগবে না, এটি সঠিক খবর। কিন্তু ভিসা লাগবে না, এটি পুরোপুরি মিথ্যা।

সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই ভুল দাবিকে মিথ্যা বলছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh