মেসির বিদায়ী সাংবাদিক সম্মেলনে কাঁদেন নি এই ফটোগ্রাফার

Published on: August 10, 2021

গত ৮ আগস্ট ২০২১ তারিখে মেসির বিদায়ী সাংবাদিক সম্মেলনের পর থেকে একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। মেসির বিদায়ের মুহুর্তে তার ছবি তুলতে থাকা একজন ফটোগ্রাফার কাঁদছেন বলে দাবি করা হচ্ছে সেখানে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মেসির ছবির সাথে ফটোগ্রাফারের যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো মূলত ২০১৯ সালে AFP Asian Cup এর ইরাক বনাম কাতারের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ছবি। খেলায় ইরাক ১-০ গোলে হেরে যাওয়ায় “Mohammad Al-Azzawi” নামের ইরাকি এই ফটোগ্রাফার কান্নায় ভেঙে পড়েছিলেন। এই ফটোগ্রাফারের সাথে মেসির বিদায়ের কোনো সম্পর্ক না থাকায় ফ্যাক্টওয়াচ এটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

 

উৎস

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি সম্প্রতি বিদায় নিয়েছেন স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা থেকে। গত ৮ আগস্ট ২০২১ তারিখে এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। মূলত এরপর থেকেই খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন গ্রুপ, পেজ এবং সাধারণ ব্যবহারকারী সামাজিক মাধ্যমে এই গুজবটি শেয়ার করে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম “T Sports”,   “Argentina Die-Hard Football Fans” কিংবা “মেসি আজেন্টিনা ফুটবল ফ্যান্স গ্রুপ”- নামের এই গ্রুপগুলো। এছাড়াও অসংখ্য ফেসবুক অ্যাাকাউন্ট থেকেও ছবিটি শেয়ার হচ্ছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 

 কী আছে ছবিতে?

কই মেসি তো আজ কাউকে কোন দোষ চাপিয়ে দেয়নি? তো বার্সাবাসিদের আজ কি হল? তারা আজ কাঁদে কেন? সবাই শুধু চোখ মুছে কেন?  আজ কি হল তাদের????”- এমন একটি ক্যাপশনে ছবিটি ভাইরাল হচ্ছে। সেখানে আলাদা আলাদা চারটি ছবিতে দেখা যায়, লিওনেল মেসি এবং একজন ফটোগ্রাফার কাঁদছেন। ক্যাপশনের মাধ্যমে বুঝা যাচ্ছে এখানে বার্সেলোনা সমর্থকদের কান্নার কথাই বলা হচ্ছে। অর্থ্যাৎ মেসির বিদায়ে আবেগতাড়িত হয়ে ফটোগ্রাফার কাঁদছেন এমনটাই বুঝানো হচ্ছে। এই ফটোগ্রাফারের তিনটি ছবি এবং মেসির একটি ছবি কম্পিউটার প্রযুক্তির সাহায্যে একসাথে জুড়ে দিয়ে একটি ছবিতে রূপান্তরিত করা হয়েছে সেখানে।

অবশ্য এইসব পোস্টের মন্তব্যে অনেকেই ছবিটিকে ভুল বলে দাবি করছেন এবং বলছেন ফটোগ্রাফারের এই ছবিগুলো ফিলিস্তিনের মর্মান্তিক কোনো একটি ঘটনার সময়কার। প্রকৃতপক্ষে সেটিও অসত্য।

 

অনুসন্ধান

ফেসবুকে ভাইরাল হওয়া এই ছবিতে যে দুইজনকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ছবিটি গত ৮ আগস্ট ২০২১ তারিখে ক্যাম্প নূ তে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলন থেকে তোলা। সেখানে লিওনেল মেসি ফুটবল ক্লাব বার্সেলোনা থেকে বিদায় প্রসঙ্গে বক্তব্য রাখেন। বার্তা সংস্থা রয়টার্সের ‘Tears, standing ovation mark Messi’s farewell to Barcelona’– শিরোনামে ০৯ আগস্টের একটি প্রতিবেদনে মেসিকে উদ্ধৃত করে বলা হয়,”I have grown up in the club and I became the man I am here… I feel very sad that I have to leave this club, this club that I love. I wasn’t expecting it.”

৮ আগস্ট ২০২১ তারিখে ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লিওনেল মেসির সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনটি দেখুন এখানে

এছাড়াও এই সাংবাদিক সম্মেলনের বিভিন্ন ছবি এবং ভিডিওসহ ‘Daily Mail’ এর একটি প্রতিবেদন দেখুন এখানে

মূলত ৮ আগস্টের এই সাংবাদিক সম্মেলনের পর থেকেই মেসিকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হতে শুরু করে। এর মধ্যে একটি হচ্ছে একজন ফটোগ্রাফারের কান্নার ছবি। ছবিটির মাধ্যমে বুঝানো হয় যে, লিওনেল মেসির বিদায়ের ছবি তুলতে গিয়ে কাঁদছেন তিনি। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফটোগ্রাফারের এই ছবিগুলো ২২ জানুয়ারি ২০১৯ সালের “AFC Asian Cup” এ ইরাক বনাম কাতারের একটি ফুটবল ম্যাচের। এই ম্যাচে কাতারের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার কারণে আবেগ ধরে রাখতে পারেননি ইরাকের এই ফটোগ্রাফার।

“AFC Asian Cup”- এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি ২০১৯ সালের ২৪ জানুয়ারি প্রকাশ করা হয়। শিরোনামে বলা হয়,” Passionate. Emotional moment for an Iraqi photographer during the Round of 16 clash against !“।

 

এছাড়াও  ” AFC Asian Cup” এর ভ্যরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকেও একই শিরোনামে ছবিটি প্রকাশ করা হয়

 

অন্যদিকে, “The most touching tear in the Asian Cup“-শিরোনামে একটি প্রতিবেদনে চীনের সংবাদমাধ্যম “SINA” জানায় ছবিটি তুলেছেন “Chen Ruiguang” নামের একজন ফটোগ্রাফার। সেখানে ছবির সূত্র হিসেবে “Osports” এর নাম উল্লেখ করা হয়। ফ্যাক্টওয়াচ তথ্যটি সংবাদমাধ্যম এএফপির ‘These images show a photographer crying after Iraq crashed out of the 2019 Asian Cup’ শীর্ষক প্রতিবেদন থেকে সংগ্রহ করে।

গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে অনুবাদ করে দেখা যায়, ছবিটি সম্পর্কে এই প্রতিবেদনে বলা হয়, “২০১৯ সালের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে কাতারের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ইরাক। খেলা শেষে মাঠের বাইরে অবস্থান করা ইরাকের এই ফটোগ্রাফার কান্নায় ভেঙে পড়েন। তখন ‘Osports’ এর ফটোগ্রাফার এই ছবিটি তুলেন“। এছাড়াও সেখানে ভাইরাল হওয়া পোস্টের তিনটি ছবিই দেখতে পাওয়া যায়।

এই ছবিগুলো নিয়ে “CAFEBIZ” নামে ভিয়েতনামের আরেকটি সংবাদমাধ্যমও ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি পড়ুন এখানে

 

ছবিতে যে ফটোগ্রাফারকে দেখা যাচ্ছে তার পরিচয় অনুসন্ধানে জানা যায় তার নাম “Mohammed Al-Azzawi”। তিনি ইরাকের একজন ফটোগ্রাফার। “Photographer crying at Israel-Palestine conflict?”- শিরোনামে “AFP” থেকে  প্রকাশিত একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদনে এই ফটোগ্রাফারের একটি ইন্টারভিউয়ের বরাত দিয়ে বলা হয়,”Al Azzawi said he became emotional the moment he knew Iraq had lost the game”। এখানে ২০১৯ সালের সেই কোয়ার্টার ফাইনালের কথাই বলা হচ্ছে।

“Morning Cup – An interview with the photographer Mohammad Al-Azzawi”- শিরোনামে “Mohammad Al- Azzawi”- এর ইন্টারভিউটি দেখুন এখানে

এছাড়াও রাশিয়ান সংবাদমাধ্যম ‘RT’ এই একই বিষয়ে ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে একটি ছোট ভিডিও প্রকাশ হয়। সেখানে উক্ত ফটোগ্রাফারের আরেকটি বক্তব্য দেখতে পাওয়া যায়।

ভিডিওটি দেখুন এখানে

 

 

এই ছবিকে ঘিরে নতুন এবং পুরাতন কিছু বিভ্রান্তি

 

 

 

 

 

 

 

ছবিটিকে ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ফেসবুক পোস্টগুলোর মন্তব্য পর্যবেক্ষণে দেখা যায় অনেকেই ছবিটিকে ভুল হিসেবে দাবি করছেন। কিন্তু পুনরায় তারা দাবি করছেন ছবিটি ফিলিস্তিনের একজন ফটোগ্রাফারের। সেখানে নির্যাতিত মানুষের ছবি তুলতে গিয়ে কেঁদেছিলেন এই ফটোগ্রাফার। এই দাবিটি মিথ্যা হলেও বুঝাই যাচ্ছে ছবিটি নিয়ে এক ধরনের বিভ্রান্তির শুরু হয়েছে।

এর আগে এমন একটি দাবিকে নিয়ে ‘AFP’- এর একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন দেখুন এখানে

কিছুদিন আগে ভারতেও ছবিটি ভাইরাল হতে দেখা যায়। সেখানে সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে জুড়ে দেওয়া হয় ফটোগ্রাফারের এই ছবিটি। পরবর্তীতে টাইমস অব ইন্ডিয়া এই বিষয়ে একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এই ছবির সাথে ধোনির কোনো সম্পর্ক নেই।

 

উল্লেখ্য, গত ৮ আগস্ট ২০২১ তারিখে লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবের সাথে তার যাত্রার ইতি টেনেছেন। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বার্সেলোনাতে ১৭ টি সিজন শেষ করেছেন। সেখানে শুধুমাত্র স্প্যানিশ লা লীগাতেই তিনি খেলেছেন ৫১৯ টি ম্যাচ। ৪৭৪ গোলসহ ১৯৩ টি অ্যাাসিস্ট রয়েছে ছয়বার ব্যালন ডি অর জয়ী এই ফুটবলারের। সম্ভাবনা রয়েছে মেসি আগামীতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে পাড়ি জমাবেন।

বার্সেলোনাতে মেসির সম্পূর্ণ ইতিহাস জানতে, “Lionel Messi’s Barcelona Career Is the History of Modern Soccer”- শিরোনামে এই প্রতিবেদনটি পড়ুন।

এছাড়াও মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

সিদ্ধান্ত

উপরের তথ্য পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ভাইরাল হওয়া এই ফটোগ্রাফারের ছবিটি ২০১৯ সালের। ছবিটি তুলেছেন “Chen Ruiguang” নামের একজন ফটোগ্রাফার এবং এর বিষয়বস্তু হচ্ছে AFC Asian Cup 2019 কাতার বনাম ইরাকের ফুটবল খেলা। অর্থ্যাৎ, লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার খবরের সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই। কিন্তু এমন একটি ছবি প্রকাশের ফলে বিভিন্ন ধরনের বিভ্রান্তি নজরে আসছে। তাই ফ্যাক্টওয়াচ এই ফটো এবং সংশ্লিষ্ট তথ্যটুকুকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

 

সংশোধনীঃ

উক্ত প্রতিবেদনটি প্রকাশকালে ফ্যাক্টওয়াচ সংবাদমাধ্যম এএফপির ‘These images show a photographer crying after Iraq crashed out of the 2019 Asian Cup’ শীর্ষক প্রতিবেদন থেকে একটি সূত্র ব্যবহার করেছিল। কিন্তু ভুলক্রমে এএফপিকে সূত্র হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য ফ্যাক্টওয়াচ দুঃখিত।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply