কবুতরটি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে স্যালুট দেয়নি

Published on: June 5, 2023

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের কবুতর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্যালুট দিচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে। মূল ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন এর হাঁটার রাস্তায় কবুতরটি হঠাৎ চলে এলেও স্যালুট দেয়া কিংবা অস্বাভাবিক কোনো অঙ্গভঙ্গি করেনি। ফলে, ফ্যাক্টওয়াচ এসব ভিডিওকে বিকৃত সাব্যস্ত করছে।

ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে 

Image: Example of a viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

২০১৭ সালের ১ লা জুন তারিখে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ruptly তে এই ভিডিও প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল Russia: Coo-Coo! – Putin blanked by pigeon at Spiritual Centre

মূল ভিডিওর ক্যাপশনে বলা হয়, রোগোজস্কায়া জাস্তাভা আধ্যাত্মিক কেন্দ্র (Rogozhskaya Zastava Spiritual Centre) এর ময়দানে হাঁটার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপেক্ষা করেছে কবুতরটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ান ধর্মগুরুদের পরিচিত আলখাল্লা পরিহিত এক বয়স্ক ধর্মগুরুর পাশে প্রেসিডেন্ট পুতিন হাঁটছেন। এ সময় রাস্তার উল্টোদিক থেকে একটি কবুতরকে ধীরপায়ে হেঁটে আসতে দেখা যায়। প্রেসিডেন্ট পুতিন এ সময়ে হাঁটতে হাঁটতেই মাথা ঘুরিয়ে হাত বাড়িয়ে কবুতরটার দিকে একটু আদরসূচক ভঙ্গি করেন। তবে কবুতরটি পুতিনের দিকে না এগিয়ে বরং কিছুটা ডানে বেঁকে যায় এবং পুতিনকে পাশ কাটিয়ে চলে যায়।

কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে কবুতরের হেঁটে যাওয়া অংশ সম্পাদনা করে দেখানো হয়, কবুতরটি থেমে বাম ডানা বাকিয়ে স্যালুট দেয়ার মত ভঙ্গি করছে।

২০১৭ সালের পর থেকে এই ভিডিওটি বিভিন্ন দেশে ভাইরাল হয়েছিল। আমেরিকা, ভারত, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশেরএকাধিক ফ্যাক্টচেকিং সংস্থা এই ভিডিওটি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। সব প্রতিবেদনেই পুতিনকে কবুতরের সালাম দেওয়া অংশটুকু ডিজিটাল ভিডিও এডিটিং প্রযুক্তি ব্যবহার করে বানানো বলে দাবি করা হয়েছে। 

এমন কিছু ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে 

Image: Excerpt from the Fact Crescendo’s fact-checking article

 

সিদ্ধান্ত:

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে কবুতরটি পুতিনকে কোন ধরনের স্যালুট দেয়নি। এটা ডিজিটাল ভিডিও এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকেবিকৃতহিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh