Published on: July 17, 2021
![]() |
১৫ জুলাই ২০২১ তারিখে “ফুটবল খেলার খবর” নামক একটি ফেসবুক গ্রুপে “আমি যেহেতু কালো তাই আমাকে মেসি-নেইমারদের মত কেউ ভালোবাসে না। ভালোবাসার মধ্যেও বর্ণবাদ বৈষম্য থাকে? পগবা..! ” -এমন শিরোনামে একটি পোস্ট করা হয়। এছাড়াও এই একই পোস্ট গত ২৪ জুন ২০২১ তারিখে “সময় নিউজ টিভি ২৪ ঘন্টাই খবর”- নামক একটি ফেসবুক গ্রুপেও দেখতে পাওয়া যায়। এর বাইরে আরোও অনেকগুলো ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যাক্তিগত অ্যাকাউন্ট থেকে এই একই পোস্ট ভাইরাল হতে দেখা যায়।
ফেসবুকে এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
অনুসন্ধান
সম্প্রতি ভাইরাল হওয়া পল পগবার ছবিটি গুগলের ‘রিভার্স ইমেজ সার্চ’ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ‘sportspromedia.com’ ২০২০ সালের ১৩ নভেম্বর ” Man United stung by UK £27.1m Q1 operating loss as revenue falls 20%” – শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, সেখানে ‘Getty Image’ এর বরাত দিয়ে পল পগবার এই ছবিটি প্রকাশ করে। পরবর্তীতে “Getty Image” এর ওয়েবসাইট থেকে পগবার ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় ছবিটি, ০১ নভেম্বর ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনালের ম্যাচ থেকে তোলা। ছবির ক্যাপশনে লেখা ছিলো,” ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনালের মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচে একটি পেনাল্টি গোলের পর মনমরা পগবা”। ছবিটি ওল্ড ট্রাফোর্ড থেকে ‘Visionhaus’ এর তোলা।
অর্থাৎ ছবির সাথে শিরোনামে উল্লেখিত বর্ণবাদের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ভিন্ন একটি সময়ের ছবি এটি।
অন্যদিকে, ভাইরাল হওয়া এই ছবির শিরোনামে যে বক্তব্যটি বলা হচ্ছে তার সাথে পগবার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় নি। কোনো আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম কিংবা পগবার ব্যাক্তিগত সামাজিক মাধ্যম থেকেও এমন কোনো বার্তা খুঁজে পাওয়া যায় নি। এই শিরোনামটির উৎস অনুসন্ধান করলে ২০২০ সালের ২৭ মে’র একটি ফেসবুক পোস্ট দেখতে পাওয়া যায়। ‘Ali Bhai-Timan’ -নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “আমি যেহেতু কালো তাই আমাকে মেসি-নেইমারদের মত কেউ ভালোবাসে না। ভালোবাসার মধ্যেও বর্নবাদ বৈষম্য থাকে? 🙂 তিমন..!”- এমন শিরোনামে ব্যক্তিগত একটি ছবি দেখতে পাওয়া যায়। এই পোস্টের সাথে ভাইরাল হওয়া পোস্টের পার্থক্য শুধু নাম এবং ছবিতে। ‘তিমন’ এর নাম এবং ছবির জায়গায় সম্প্রতি ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে পগবার নাম এবং ছবি। যদিও এর আগে এই ধরনের শিরোনামে কোনো পোস্ট ফেসবুকেও খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ইউরো ২০২১ এর ফাইনালে টাইব্রেকারে ইটালির বিপক্ষে ইংল্যান্ডের হারের পর ইংল্যান্ড দলের তিন খেলোয়াড় র্যাশফোর্ড, স্যাঞ্চো এবং সাকাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য সামনে আসে। এর জবাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং এই তিন খেলোয়াড়ের সমর্থনে পগবা তার ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন,”আমরা আর বর্ণবাদকে সহ্য কিংবা এর পক্ষে দাঁড়াতে পারি না এবং বর্ণবাদকে প্রতিহত করতে আমরা কখনোই থামবো না।”
নেটিজেনদের বিভ্রান্ত হওয়ার কিছু নমুনা
সিদ্ধান্ত
সবগুলো অসংগতি বিবেচনা করলে দেখা যায়, ভাইরাল হওয়া এই তথ্যের সাথে ফরাসি ফুটবল খেলোয়াড় পল পগবার কোনো যোগসাজশ নেই। আর তিনি সাম্প্রতিক ইউরো কাপ প্রেক্ষিতে বর্ণবাদ নিয়ে যে মন্তব্য করেছেন, সেটি যে কোনো বর্ণবাদ-বিরোধী সচেতন মানুষের প্রাণের দাবি। তাছাড়া, মেসি কিংবা নেইমার বর্ণবাদ প্রশ্নে শাদাদের প্রতিনিধিত্ব করেন না। সব মিলিয়ে এহেন শিরোনাম ভীষণ রকম বিভ্রান্তিকর, তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্ট-ওয়াচ এই তথ্যকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|