পুলিশ কি সরকার-বিরোধী গান গাইছে?

Published on: September 8, 2022

সম্প্রতি “পুলিশ সত্য কথা বলে” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য মাইক হাতে অন্যান্য সদস্যদের মাঝে গান গায়ছেন। তবে ভিডিওটিতে পুলিশ সদস্যকে যে গানটি গাইতে শোনা যাচ্ছে, সেটি আসলে তাঁর গাওয়া গান নয়। অর্থাৎ পুলিশ সদস্যের গাওয়া মূল গানটি সরিয়ে অন্য একটি গান ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে। এই গানটির মধ্যে সরকার-বিরোধী লিরিক থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা ভেবে যে, পুলিশ এমন গান গেয়েছে কিনা!

এমন মিথ্যা দাবিতে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একাধিক কী-ওয়ার্ডের মাধ্যমে গুগলে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধান থেকে জানা যায়, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, অর্থাৎ ভিডিওটিতে পুলিশ সদস্যকে যেই গানটি গাইতে শোনা যাচ্ছে, সেটি মূলত ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামের একটি রাজনৈতিক দলের সদস্যের গাওয়া গান।

গানটির লিরিকের কিছু অংশ দেখে নেওয়া যাক:

“ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার,

কয় জনগণের ভোট চুরি করার কি দরকার।

মুখে মিষ্টি বুলি ঝরে রাইতে ভোটটা চুরি করে,

ভাবে তারা বোকা বুঝি বাংলার জনগণ!”

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ দলের সদস্যের গাওয়া গানটি দেখুন এখানে। প্রসঙ্গত, ৭ মার্চ ২০২২ তারিখে

“ডায়লগ এর মাস্টার শেখ হাসিনার সরকার নুর বাহিনীর নতুন গান ভোটাধিকার নিয়ে! কি বললো শেখ হা*সিনা কে” শিরোনামে একটি ইউটিউবে চ্যানেলে গানটি আপলোড করা হয়েছে।

পুলিশ সদস্যের গাওয়া মূল গানটির সন্ধান পেতে ইউটিউবে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করা হলে, ভাইরাল ভিডিওটির মতো হুবহু অন্য একটি ভিডিও পাওয়া যায়। ২রা জানুয়ারি ২০২২ তারিখে “খোল করতাল বাজিয়ে পুলিশের গান” শিরোনামে একটি ইউটিউবে চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে।

ভিডিওটি দেখে জানা যায়, ভাইরাল ভিডিওটির পুলিশ সদস্য অন্যান্য সদস্যদের মাঝে ভিন্ন একটি গান গেয়েছেন।

মূলত ‘কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে’ লিরিকের গানটি ওই পুলিশ সদস্য গেয়েছেন। মাঠটিতে উপস্থিত অন্যান্য সদস্যদের গলা মেলানো, তালে তালে তালি দেওয়া ইত্যাদি পর্যবেক্ষণ করে বোঝা যায়, ‘কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে’ গানটিই তিনি গাইছিলেন।

ফলে এটা পরিষ্কার যে “ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার, কয় জনগণের ভোট চুরি করার কি দরকার” এই গানটি কোনো পুলিশ সদস্যের গাওয়া নয়। বরং একটি বিরোধী রাজনৈতিক দলের সদস্য গানটি গেয়েছেন। ভাইরাল ভিডিওতে পুলিশ সদস্যটি গাইছিলেন অন্য একটি গান।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh