‘পুলিশ-লীগ আর আওয়ামী-লীগের যুদ্ধ’ ভুয়া ভিডিও ভাইরাল

Published on: August 22, 2022

সম্প্রতি “শোক দিবসে! পুলিশ লীগ আর আওয়ামী লীগের মধ্যে যু*দ্ধ!” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি ভিন্ন একটি ঘটনা থেকে নেয়া হয়েছে। প্রসঙ্গত, ৭ আগস্ট ২০২২ তারিখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রজনতা ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জের সেই ভিডিওটি “শোক দিবসে! পুলিশ লীগ আর আওয়ামী লীগের মধ্যে যু*দ্ধ!” ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত হয়েছে। 

মিথ্যা ক্যাপশনে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে ইউটিউবে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ দেখেছে, ৭ আগস্ট ২০২২ তারিখে “প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ” ক্যাপশনে দৈনিক মানবজমিন পত্রিকার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটির সাথে “শোক দিবসে! পুলিশ লীগ আর আওয়ামী লীগের মধ্যে যু*দ্ধ!” ক্যাপশনে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটি দেখুন এখানে

উল্লেখ্য, ৭ আগস্ট ২০২২ তারিখে  প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের বিষয়টি নিয়ে তৎকালীন একাধিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া ঘটনার পরদিন (৮ আগস্ট) পুলিশ বাদী হয়ে  প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে।  বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে  একাধিক  প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সুতরাং ৭ আগস্ট ২০২২ তারিখে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রজনতা ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ভিডিওটিই পরবর্তীতে “শোক দিবসে! পুলিশ লীগ আর আওয়ামী লীগের মধ্যে যু*দ্ধ!” ক্যাপশনে প্রকাশিত হয়েছে।

অর্থাৎ ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওটি ভিত্তিহীন ক্যাপশনে প্রকাশিত হয়েছে, যে কারণে ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh