“লকডাউনে উত্তাল জনগণ পুলিশের গাড়ি ভাঙচুর!!!” – ভূয়া শিরোনামে পুরানো ভিডিও ভাইরাল

Published on: July 2, 2021

২ জুলাই ২০২১ তারিখে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপ থেকে “লকডাউনে উত্তাল জনগণ পুলিশের গাড়ি ভাঙচুর!!! জনগণের পেটে লাথি আর সইছে না।“ শিরোনামে একটি ভিডিও শেয়ার হয়েছে যা মূলত একটি পুরানো ভিডিও। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ভাংচুরের ভিডিওটি আসলে ২০২০ সালের ১৩ই মে ঢাকার দক্ষিণখান এলাকার। সেসময় কোটবাড়ি রেলগেট এলাকায় বেআইনি অটোরিকশা ধরতে পুলিশ অভিযানে গেলে স্থানীয় অটোরিকশা নিয়ন্ত্রণকারীরা পুলিশের ওপর হামলা করে ও গাড়ি ভাঙচুর করে।

সম্প্রতি “লকডাউনে উত্তাল জনগণ পুলিশের গাড়ি ভাঙচুর!!! জনগণের পেটে লাথি আর সইছে না।“ শিরোনামে ফেসবুকে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।



১৩ মে ২০২০ তারিখে শেয়ার হওয়া ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।

৫ এপ্রিল ২০২১ তারিখে radiogulistan.com নামের একটি ফেসবুক পেজ থেকে ৫ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি বারবার রিপ্লে করে ৪ ঘন্টার ভিডিও বানিয়ে “লকডাউন এ পুলিশের গাড়ি ভাংচুর!” ক্যাপশন দিয়ে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে বিবিসি বাংলা’র এ বিষয়ক একটি সংবাদের সূত্রে জানা যায়, “দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, দেড় বছর আগে পুলিশের একটি অভিযানের সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। ২০২০ সালের ১৩ই মে দুপুর ১২টার দিকে কোটবাড়ি রেলগেট এলাকায় বেআইনি অটোরিকশা ধরতে পুলিশ অভিযানে যায়। তখন অটোরিকশা নিয়ন্ত্রণকারীরা পুলিশের ওপর হামলা করে ও গাড়ি ভাঙচুর করে।“


অর্থাৎ প্রায় এক বছর আগের পুরানো এই ভিডিওটি সম্প্রতি লকডাউনের বলে প্রচার করা হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী তাই সম্প্রতি ““লকডাউনে উত্তাল জনগণ পুলিশের গাড়ি ভাঙচুর!!! জনগণের পেটে লাথি আর সইছে না।“ ক্যাপশনটি মিথ্যা।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply