Published on: July 17, 2022
![]() |
এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
এসব ফেসবুক পোস্টে উপরোক্ত স্ক্রিনশটটি ব্যবহার করা হচ্ছে। দেখে মনে হচ্ছে, প্রতিবেদনটি ১২ জুলাই, ২০২২ এ প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে প্রথম আলো প্রকাশিত এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
তবে ১২ জুলাই, ২০২২ এ প্রকাশিত অন্য একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশ ত্যাগের সময় দেশটির অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দেন।


উপরোক্ত ছবিগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে, ১২ জুলাই, ২০২২ এ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। ভাইরাল স্ক্রিনশটে শুধুমাত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার নাম সরিয়ে সম্পূর্ণ শিরোনামটি হুবুহু ব্যবহার করা হয়েছে। এছাড়া তারিখ এবং সময় পর্যালোচনা করে দেখা যাচ্ছে, মূলত এই প্রতিবেদনটিকেই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে। মূল প্রতিবেদনের সাথে ভাইরাল দাবির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমেও ভাইরাল দাবির সপক্ষে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
অতএব বিষয়টি পরিষ্কার যে, ভাইরাল দাবিটি ভিত্তিহীন। সম্পূর্ণ ভিন্ন একটি খবরকে বিকৃত করে স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|