“অবশেষে মুক্তি পেলো পরীমনি” – পুরনো ভিডিও ভাইরাল

Published on: August 18, 2021

সম্প্রতি “অবশেষে মুক্তি পেলো পরীমনি” ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রচুর জনসমাগম হয়েছে। বাস্তবে এটি একটি পুরনো ভিডিও যা ধারণ করা হয়েছিল ৩০ মার্চ ২০২১ (মঙ্গলবার) ঢাকার অমর একুশে বইমেলায়। গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে গ্রেপ্তার হবার পর এখনও মুক্তি পাননি পরীমনি। আজ ১৮ আগস্ট (বুধবার) তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত।

১২ ও ১৭ আগস্ট ফেসবুকের বিভিন্ন পেজ থেকে “অবশেষে মুক্তি পেলো পরীমনি” ক্যাপশনযুক্ত ভিডিওটি শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছিল ৩০ মার্চ ২০২১ তারিখে ঢাকার অমর একুশে বইমেলায়। সেদিন ‘মুখোশ’ সিনেমার শুটিং এর প্রয়োজনে বইমেলায় গিয়েছিলেন অভিনেত্রী পরীমনি। তাকে ঘিরে জমা হয়েছিলেন বিপুল উৎসুক জনতা। ভীড় ঠেকাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। এবিষয়ে ৩০ মার্চ ২০২১ তারিখে ইউটিউবে “বইমেলায় শুটিং করতে গিয়ে পরিমনির একি হাল হল” শিরোনামে একটি ভিডিও পাওয়া গেছে। এছাড়া উক্ত সিনেমার শ্যুটিং নিয়ে একাত্তর টিভি, যমুনা টিভি ও বিজয় টিভির প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। উক্ত প্রতিবেদনগুলোতে পরীমনির বেশভূষা ও তার সাথে থাকা ব্যক্তিরা সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওর সাথে হুবহু মিলে যাচ্ছে।



এদিকে গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে মাদক মামলায় গ্রেপ্তার হবার পর এখনও মুক্তি পাননি পরীমনি। আজ ১৮ আগস্ট (বুধবার) তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। ১৬ আগস্ট (সোমবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁর আইনজীবীরা এই আবেদন করেছিলেন। ১৩ আগস্ট ২০২১ (শুক্রবার) থেকে এখনপর্যন্ত তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন।


উপরোক্ত তথ্যপ্রমাণদি সাপেক্ষে, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওগুলোর মূলত পুরনো। তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী “অবশেষে মুক্তি পেলো পরীমনি” শীর্ষক দাবিটি মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply