দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর নেয়া পরীমনির সাক্ষাৎকারকে “ফাঁস হওয়া কল রেকর্ড” বলে প্রচার

Published on: [Sep 2,2021]

১ সেপ্টেম্বর ২০২১ তারিখে ফেসবুকের কিছু পেজ এবং গ্রুপ থেকে “হায় হায়! পরীমনির ৭মিনিটের কল রে*কর্ড ফাঁ*স চুপ করে শুনে নিন বাসায় গিয়ে কি কি কথা বলছে সে!” ক্যাপশনযুক্ত একটি অডিও প্রকাশ করা হয়। মূলত এটি কোনো ফাঁস হওয়া কল রেকর্ড নয়। মূল অডিওটি পরীমনির একটি সাক্ষাৎকারের যা ফোনে গ্রহণ করেছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিনোদন প্রতিবেদক হাবিবুল্লাহ সিদ্দিক (অপূর্ণ রুবেল)।  ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৭ মিনিট ৪৯ সেকেন্ডের পুরো সাক্ষাৎকারটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেফেসবুকইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল।

১ সেপ্টেম্বর ২০২১ তারিখে ফেসবুকের কিছু পেজ এবং গ্রুপ থেকে মিথ্যা ক্যাপশনযুক্ত অডিওটি শেয়ার করা হয়েছিল। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


মিথ্যা ক্যাপশনযুক্ত অডিও সংবলিত পোস্টগুলোতে দেখা যায়,  মূল ৭ মিনিট ৪৯ সেকেন্ডের সাক্ষাৎকারটির প্রথম ১৬ সেকেন্ড কেটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিনোদন প্রতিবেদক হাবিবুল্লাহ সিদ্দিক (অপূর্ণ রুবেল) এর নামটি বাদ দেয়া হয়েছে। প্রতিবেদকের নাম/পরিচয় বাদ দেয়ার ফলে বিভ্রান্তি সৃষ্টিতে সহায়ক বিকৃত অডিওটি।


দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ থেকে আজ ২ সেপ্টেম্বর ২০২১ বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিনোদন প্রতিবেদক হাবিবুল্লাহ সিদ্দিক (অপূর্ণ রুবেল) ফোনে পরীমনির একটি সাক্ষাতকার নেন। পরে সেটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

কিন্তু বেশকিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আমাদের সেই অডিওটি “পরীমনির অডিও ফাঁস”সহ বিভিন্ন শিরোনামে প্রকাশ করে। যেটি সম্পূর্ণ কপিরাইট আইনের পরিপন্থী ও বিভ্রান্তিমূলক।

সবাইকে উক্ত অডিওটি তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ সকল সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার অনুরোধ জানানো হচ্ছে।“

উল্লেখ্য যে, মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর ২০২১ (বুধবার) মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাক্ষাৎকারটিকে কেটে বিকৃত করায় এবং “ফাঁস হওয়া কল রেকর্ড” শীর্ষক মিথ্যা ক্যাপশন যুক্ত করার ফলে ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী অডিওটি বিকৃত।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply