পরীমণির কি করোনা হয়েছে?

Published on: June 21, 2021

কয়েকটি সংবাদমাধ্যম এবং ফেসবুক পেজ থেকে ১৮ই জুন রাতে ‘পরীমণির করোনা টেস্ট জরুরী , সম্ভাব্য ঝুকিতে পুলিশ সাংবাদিকরা’ এই শিরোনামে একটি খবর বের হয়। খবরে বলা হয়, পরীমণির করোনা উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) দেখা গিয়েছে। পরবর্তীতে অন্যান্য সংবাদমাধ্যম ও একই খবর শেয়ার করে এবং এই খবর ফেসবুকেও ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়া হিসেবে ১৯শে জুন রাত ১ টা ৩১ মিনিটে  ‘স্মৃতি পরী মণি’ একাউন্ট থেকে পরী মণি জানান, আমার কাশি, গলা ব্যথা হয়নাই। কেবলমাত্র পিরিয়ড হয়েছে,সেই সাথে জ্বর রয়েছে। জ্বর কিংবা শ্বাসকষ্ট অন্য অনেক রোগেরই উপসর্গ হয়ে থাকতে পারে। এ বিষয়ে করোনা পরীক্ষার ফলাফল ছাড়া এ ধরনের মন্তব্য করা কঠিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (২০শে জুন রাত ৮ টা) পরীমণির করোনা সম্পর্কিত অন্য কোনো নতুন তথ্য ফ্যাক্টওয়াচ পায়নি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম পরীমণির করোনা নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ।  

যেখান থেকে গুজব ছড়াচ্ছে

টিভি চ্যানেল আরটিভির ওয়েবসাইট থেকে শুক্রবার ১৮ই জুন রাত ৮টা ৩৭ মিনিটে ‘ পরীমণির জ্বর ও শ্বাসকষ্ট’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ খবরে বলা হয়, বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি জ্বর ও শ্বাসকষ্ট আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির ঘনিষ্ঠ সূত্র।

একইদিনে অর্থাৎ ১৮ই জুন রাত ১০ টা ২০ মিনিটে আরটিভির ওয়েবসাইটে ‘পরীমণির করোনা টেস্ট জরুরী, সম্ভাব্য ঝুকিতে পুলিশ-সাংবাদিক’ শিরোনামে খবর প্রকাশ করা হয়।   এই খবরটি আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ১৮ই রাত ১০-৩২ মিনিটে এই খবর শেয়ার করতে দেখা যায়।

আর টিভি তাদের প্রতিবেদনে জানায় ,

“সম্প্রতি ঢাকা বোট ক্লাব কাণ্ডে আলোচনা ও সমালোচনায় আসা চিত্রনায়িকা পরীমণি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। এমন পরিস্থিতিতে তার করোনা টেস্ট জরুরি হয়ে পড়েছে। টেস্ট পরবর্তী যদি তার ফলাফল ‘পজেটিভ আসে, তাহলে সম্ভাব্য ঝুঁকিতে পড়ে যাচ্ছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও সাংবাদিকরা। পরীমণির অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র।”

কেবল তা’ই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদও জ্বরে আক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। বোট ক্লাবের ঘটনা যেহেতু ডিবি পুলিশ তদন্ত করছে, আর ঘটনার কেন্দ্রবিন্দু পরীমণিও যেহেতু জ্বর ও শ্বাসকষ্ট ভুগছেন, তাহলে ঘটনার তদন্ত কিভাবে অগ্রসর হবে- এমন প্রশ্নে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন- ‘পরীমণিরও জ্বর নাকি! আমারও জ্বর, আমি আগে সুস্থ হই, তারপর এ বিষয়ে কথা বলবো।’

পরীমণির করোনা টেস্ট জরুরী, সম্ভাব্য ঝুকিতে পুলিশ-সাংবাদিক – এই শিরোনামে ১৮ ও ১৯  জুন রাতে আরো কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। যেমন দেখান এখানে , এখান , এখান এবং এখানে।




প্রকৃত তথ্য

এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে , অভিনেত্রী পরী মণি তার ‘স্মৃতি পরী মণি’ একাউন্ট থেকে , ১৯শে জুন রাত ১-৩১ মিনিটে (অর্থাৎ ১৮ই জুন দিবাগত রাতে) নিচের এই স্ট্যাটাসটি পোস্ট করেন।

তিনি এখানে রোমান হরফে বাংলায় লিখেছেন, ‘অতি উৎসুক জনতাগণ, আমার কাশি,গলা ব্যথা হয় নাই। আমার পিরিয়ড হয়েছে। সাথে জ্বর ও। ধন্যবাদ। ‘

উল্লেখ্য, এই ‘স্মৃত পরী মণি’ একাউন্ট টি আনভেরিফাইড। এই প্রফাইলের ইউ আর এল লিংকে জনৈক দীপু চৌধুরীর নাম পাওয়া গেল।

তবে পরী মনির ভেরিফাইড পেজ থেকে এই স্মৃতি পরী মণির বিভিন্ন স্ট্যাটাস বিভিন্ন সময়ে শেয়ার করতে দেখা গেছে।

যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এর সাথে পরীমণির সংস্পর্শ

গত মঙ্গলবার ,১৫ই জুন, বিকেলে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা বিষয়ক কাজে বিকাল ৩ টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে যান পরীমনি । সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ও গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের সাথে প্রায় তিন ঘন্টা কথা বলেন তিনি।

এই বৈঠক শেষে পরীমণি ও হারুন-অর-রশীদ সাংবাদিকদের একত্রে ব্রিফিং করেন। এসময়ে দুজনকেই মাস্ক বিহীন অবস্থায় দেখা যায়। পরীমণির মুখে এসময় কোনো মাস্ক ছিল না। হারুন অর রশীদ এর মুখে একটি মাস্ক থুতনিতে নামানো অবস্থায় দেখা যায়।

এই বৈঠকের খবর এবং ছবি একাধিক সংবাদমাধ্যমে ছাপা হয়। যেমন- এখানে, এখানে, এখানে, এখানে

আরটিভি ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যমে হারুন অর রশীদ এর জ্বর এর তথ্য পাওয়া যায়নি।

এছাড়া , হারুন অর রশীদ কিংবা পরীমণি করোনার ভ্যাক্সিনের এক বা একাধিক ডোজ নিয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য ফ্যাক্ট ওয়াচ জানতে পারেনি।


নতুন গুজব

শনিবার,১৯শে জুন দিনের শুরুতেই পরী মণির স্ট্যাটাসে নিজের করোনা উপসর্গ নিয়ে অবস্থান পরিষ্কার করলেও শনিবার দিনে একাধিক পত্রিকায় এ নিয়ে রিপোর্ট প্রকাশ করতে দেখা যায়।

১৯শে জুন অনলাইন সংবাদমাধ্যম আইনিউজে পরীমণির শরীরে করোনার উপসর্গ শিরোনামে খবর প্রকাশিত হয়।

এই প্রতিবেদনে বলা হয় –

গত দুদিন ধরে জ্বরে ভুগছেন পরীমণি। গত বৃহস্পতিবার রাত থেকেই তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। পরদিন দেখা দেয় শ্বাসকষ্ট। শুক্রবার একাধিকবার তার শ্বাসকষ্ট হয়েছে। জ্বর আর শ্বাসকষ্টকে করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত করে থাকেন চিকিৎসকরা। এ অবস্থায় প্রশ্ন ওঠেছে, পরীমণি কী করোনাভাইরাসে আক্রান্ত হলেন?

পরীমণির ঘনিষ্ঠজনরাই তার অসুস্থ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তবে করোনার উপসর্গ দেখে গেলেও জনপ্রিয় এই অভিনেত্রী করোনা টেস্ট করিয়েছেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। এ অবস্থায় শিল্পীর শুভানুধ্যায়ীরা পরীমণিকে অবিলম্বে করোনা টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন।

এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমেই ‘পরীমণির করোনা উপসর্গ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হচ্ছে। যেমন –এখানে, এখানে, এখানে ,এখানে

তবে নিশ্চিতভাবে কেউই জানাতে পারছে না যে পরীমণি করোনা পজিটিভ। পরীমণি তার করোনা পরীক্ষা করিয়েছেন কিনা, সেটি কোনো সংবাদমাধ্যমই নিশ্চিত নয়। নিশ্চিত না হয়ে পরীমণির করোনা উপসর্গের সংবাদ ছড়ানোর আলামতকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” আখ্যায়িত করছে।

কেমন আছেন পরীমণি ?

২০শে জুন বিকাল ৪-৩৬ মিনিটে ডেইলি বাংলাদেশ নামের অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাতকারে পরীমণি বলেছেন,  শরীরে জ্বর থাকলেও এখন মোটামুটি ভালো। মাঝে কলকাতায় গিয়েছিলাম চিকিৎসার জন্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে সকাল টা থেকে টা ওষুধ খেতে হতো। বিগত দিনগুলোতে সব এলোমেলো হয়ে গেছে। আমার ভার্টিগো সমস্যা বেড়ে গেছে। খাবার খেলেও হজম করতে পারছিনা। আমি শারীরিকভাবে আনফিট। মাঝে মাঝে আমার শ্রবণশক্তি হারিয়ে যায়। কিছুটা শ্বাসকষ্টের সমস্যা আছে। শটের ফাঁকে ফাঁকে অক্সিজেন নেই। লকডাউনের শুরু থেকেই আমি ভার্টিগো সমস্যায় ভুগছি। প্রায় বাসার মধ্যে হুটহাট করে পড়ে যেতাম। চিকিৎসার জন্য আবারও বাইরে যাওয়ার কথা ছিলো। ভিসা জটিলতায় পড়ে যাওয়া হলো না।

সাক্ষাতকারটি কখন গ্রহণ করা হয়েছিল, সেটা জানা যায়নি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (২০শে জুন রাত ৮ টা) অভিনেত্রী পরীমণির করোনার নিশ্চিত কোনো উপসর্গের খবর পাওয়া যাচ্ছে না। পরীমণি করোনা টেস্ট করিয়েছেন বা টেস্টের জন্য স্যাম্পল জমা দিয়েছেন, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

হারুন অর রশীদ কিংবা অন্য কোনো পুলিশ কর্মকর্তা বা সাংবাদিক এর করোনা পজিটিভ হওয়ার কোনো খবর ও ফ্যাক্ট ওয়াচের হাতে আসেনি।

বর্তমানে দেশে করোনার সেকেন্ড ওয়েভ চলছে। সবাইকে সর্বক্ষণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে উপদেশ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতে পুলিশ , সাংবাদিক সহ সকল পেশাজীবিই (যাদের ২ ডোজ টীকা নেওয়া হয়নি) কম বেশি ঝুকি নিয়ে বাইরে কাজ করে যাচ্ছেন।

তবে, করোনা পজিটিভ রেজাল্ট আসার  আগেই পরীমণির সংস্পর্শে আসা পুলিশ ও সাংবাদিকরা ঝুকিতে আছেন –এমনটা বলা সমীচিন নয়।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

Leave a Reply