বাংলাদেশের নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট?

Published on: January 25, 2023

বাংলাদেশের নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’ – এমন একটি ছবিযুক্ত পোস্ট সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ২০১৮ সালে ভাইরাল হওয়া একটি পুরনো বিকৃত ছবি যা পুনরায় ভাইরাল হয়েছে। সময় টিভির মূল সংবাদ ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’ অংশটি সম্পাদনা করে এটি লেখা হয়েছিলো।

গুজবের উৎস

২০১৮ সালের অক্টোবর মাসে ছবিটি সর্বপ্রথম ফেসবুকে ভাইরাল হয়। সম্প্রতি এ বছর জানুয়ারি মাসে ছবিটি ফেসবুকে পুনরায় ভাইরাল হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, সময় টিভি চ্যানেলের লাইভ নিউজ স্ক্রলে ‘বাংলাদেশের নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’ এই সংবাদ প্রচার করা হচ্ছে এমন একটি স্থিরচিত্র নেওয়া হয়েছে।

সময় টিভির নিজস্ব নিউজ পোর্টাল সময় নিউজের ওয়েবসাইটের ২২ নভেম্বর, ২০১৮ এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সময় টিভিতে প্রচারিত মূল সংবাদটি ছিল ‘বাংলাদেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের’। এটিকে এডিট করে ‘বাংলাদেশে নিজস্ব পর্ন সাইট খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট’লিখে ফেসবুকে পোস্ট করা হয়। সময় মিডিয়া লিমিটেডের দাবি অনুযায়ী, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী সময় টিভির ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই বিভ্রান্তি সৃষ্টি করেছে। রিপোর্টে এই কয়েকজন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয় এবং কলাবাগান থানায় সাধারণ ডায়রি করা হয়।

বিষয়টি সময় টিভি তাদের টিভি নিউজেও প্রচার করে। প্রতিবেদনটির ইউটিউব ভিডিও দেখুন এখানে

 

তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ছবিকে  ‘বিকৃত ছবি’ আখ্যা দিচ্ছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh