“বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত পাপনের”– ভূয়া সংবাদ

Published on: August 28, 2022

সম্প্রতি “সবাইকে হতভম্ভ করে হঠাৎ বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ এর সিদ্ধান্ত পাপনের” —এই শিরোনামে ফেসবুকে একটি সংবাদ ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে মুলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের কোনো খবর নেই।

ফেসবুকে প্রকাশিত  এমনকিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

পাপনের পদত্যাগের গুজবে কিছু বিভ্রান্তিকর মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে-

উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটির শুরুর কিছু অংশ দেখে নেয়া যাক, “বর্তমান প্রেক্ষাটটে টি-২০তে একেবারেই দুর্বল বাংলাদেশ টিম। এই পরিস্থিতিতে যে কোন দলের সাথে খেললে নিশ্চিত হারবে বাংলাদেশ। যে জিম্বাবুয়ে টাকার অভাবে ক্রিকেটারদের জুতা দিতে পারেনা অথচ তারা কিনাই বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়াইলো”।

সংবাদটির পরবর্তী অংশে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে।

সবশেষে সংবাদটিতে বলা হয়েছে, “আবার অন্য দিকে ক্রিকেট পারায় গুঞ্জন রটেছে যে বিসিবির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন নাজমুল হাসান পাপন। আর এমনটা যদি হয়েও থাকে তাইলে বাংলাদেশ দলে অনেক বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে”।

উল্লেখ্য, ১৩ আগস্ট ২০২২ তারিখে সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে  নিয়োগ পেয়েছেন ভারতীয় শ্রীধরন শ্রীরাম। তাঁর অধীনে এশিয়া কাপে ম্যাচ শুরুর প্রতীক্ষায় বাংলাদেশ ক্রিকেট টিম। প্রতিবেদন দেখুন এখানে

কী-ওয়ার্ড সার্চে গণমাধ্যমের বিভিন্ন সংবাদ অনুসন্ধ্যান করে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের কোনো সংবাদ দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়েব সাইটে গিয়েও এরকম কোনো তথ্য পাওয়া যায় নি। বরং গণমাধ্যমে নাজমুল হাসান পাপনকে আগের মতই সক্রিয় দেখা যাচ্ছে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh