সারা দেশে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় নি

Published on: January 17, 2022

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা – এমন শিরোনামে কতিপয় অনলাইন নিউজপোর্টালের করা রিপোর্ট সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি চলাকালীন সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারিভাবে বাস-ট্রেন-লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়। এই অস্থিরতার সুযোগে ফেসবুক ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ছয়দিনের পুরনো সংবাদ নিষেধাজ্ঞার স্থান উল্লেখ না করে এ শিরোনামে প্রকাশ করা হয়।

বিভ্রান্তির উৎস

গত ১৩ জানুয়ারি, ২০২২ তারিখে Channeli24 News নামক অনলাইন নিউজপোর্টাল উক্ত শিরোনামে রিপোর্ট প্রকাশ করে। পরদিন ১৪ জানুয়ারি jagoreport24.com এবং Sports Hour 24 নামক অনলাইন নিউজপোর্টাল দুটি একই শিরোনামে রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টগুলো ফেসবুকে উল্লেখযোগ্য সংখ্যকবার শেয়ার করা হয়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

উক্ত শিরোনামে করা রিপোর্টগুলোতে বলা হয়েছে, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ নিশ্চিত করেছেন যে, গত ৪ জানুয়ারি মঙ্গলবার ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের সিনিয়র এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ।

একই সংবাদ ৬ এবং ৭ জানুয়ারি সমকাল, বাংলাদেশ প্রতিদিন এবং Jagonews24.com-প্রকাশিত হয়। রিপোর্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে এ বছরের শুরু থেকে পুনরায় লকডাউনের আশঙ্কা করছে দেশের সাধারণ জনগণ। বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকাতে গত ৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১৫ দফা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ১১ এবং ১২ জানুয়ারি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে ভাড়া না বাড়িয়ে বাস, ট্রেন এবং লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়। এর জের ধরে পাঠকদের আকৃষ্ট করতে নিউজপোর্টালগুলো দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের বাস চলাচল বন্ধের ৬ জানুয়ারির পুরনো খবর ১৩ জানুয়ারি বিভ্রান্তিকর শিরোনামে রুট উল্লেখ না করে প্রকাশ করে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply