আর্জেন্টিনার সাথে ম্যাচ জেতায় ফ্রি ইন্টারনেট, বিনোদনকেন্দ্রে ফ্রি এন্ট্রি, কার্ডে ক্যাশব্যাক ঘোষণা করেনি সৌদি সরকার

Published on: December 4, 2022

আর্জেন্টিনার সাথে জেতায় সৌদি আরব একদিন সরকারি ছুটি, আনলিমিটেড ফ্রি ইন্টারনেট, সকল বিনোদন কেন্দ্রে ফ্রি এন্ট্রি,  এটিএম কার্ডে ২০% ক্যাশব্যাক ঘোষণা করেছে’ – এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২৩ নভেম্বর কিং সালমান সৌদি আরবে সরকারি ছুটির ঘোষণা দিলেও আনলিমিটেড ফ্রি ইন্টারনেট, সকল বিনোদন কেন্দ্রে ফ্রি এন্ট্রি,  এটিএম কার্ডে ২০% ক্যাশব্যাক – এমন কোনো ঘোষণা সরকার অথবা কোনো টেলিকম অপারেটর কোম্পানি, ব্যাঙ্ক বা বিনোদন কেন্দ্র থেকে দেওয়া হয় নি। তাই ফ্যাক্টওয়াচ একে ‘আংশিক মিথ্যা’ দাবি করছে।

 

গুজবের উৎস

এ বছরের বিশ্বকাপ ফুটবলে গত ২২ নভেম্বর সৌদি আরব আর্জেন্টিনার সাথে ২-১ গোলে ম্যাচ জেতার পর থেকে বিভিন্ন ব্যক্তিগত একাউন্ট, পেইজ থেকে এবং গ্রুপে এ পোস্ট শেয়ার করা হয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

সৌদি আরবের প্রসিদ্ধ সংবাদপত্র সৌদি গ্যাজেটের ২২ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বিজয় উদযাপন করতে কিং সালমান ২৩ তারিখ বুধবার গোটা সৌদি আরবে সরকারি ছুটির ঘোষণা দেন। কিন্তু আনলিমিটেড ফ্রি ইন্টারনেট, সকল বিনোদন কেন্দ্রে ফ্রি এন্ট্রি,  এটিএম কার্ডে ২০% ক্যাশব্যাক – এমন কোনো ঘোষণা সরকার অথবা কোনো টেলিকম অপারেটর কোম্পানি, ব্যাঙ্ক বা বিনোদন কেন্দ্র থেকে দেওয়া হয় নি।


এছাড়া আরো দুটি খ্যাতনামা সংবাদমাধ্যম Arab News এবং Al Jazeerah-এর রিপোর্টেও আনলিমিটেড ফ্রি ইন্টারনেট, সকল বিনোদন কেন্দ্রে ফ্রি এন্ট্রি,  এটিএম কার্ডে ২০% ক্যাশব্যাক এই অংশটুকুর ঘোষণা খুঁজে পাওয়া যায় না।


 

এছাড়া গুগল সার্চ করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বিজয় উপলক্ষে সৌদি আরব এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে ফ্রি ইন্টারনেট, ফ্রি এন্ট্রি, ক্যাশব্যাক এমন কোনো ঘোষণার খবর খুঁজে পাওয়া যায় নি।

 

The Guardian, CBS News-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সৌদি সরকার কর্তৃক ছুটির ঘোষণা নিয়ে খবর প্রকাশ করলেও সেখানে খুঁজে পাওয়া যায় নি ফ্রি ইন্টারনেট, ফ্রি এন্ট্রি, ক্যাশব্যাক এমন ঘোষণা।

 

বিখ্যাত স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ESPN-এর করা রিপোর্টেও শুধুমাত্র সরকারি ছুটি ব্যতীত অন্য কোনো ঘোষণার উল্লেখ নেই।

বাংলাদেশের বিখ্যাত দুটি দৈনিক The Daily Star এবং The Business Standard সৌদি আরবের সরকারি ছুটি সংক্রান্ত খবর প্রকাশ করেছে। সেখানেও ফ্রি ইন্টারনেট, ফ্রি এন্ট্রি, ক্যাশব্যাক এসবের উল্লেখ নেই।

সুতরাং ফেসবুকে ভাইরাল হওয়া এ পোস্টকে “আংশিক মিথ্যা”চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh