পেপসির মোড়কে বিয়ার ক্যান নিয়ে স্টেডিয়ামে ঢুকছে দর্শকেরা?

Published on: November 23, 2022

সম্প্রতি “Fans smuggling beer into Qatar” ক্যাপশন সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গিয়েছে যে, ছবিটি কাতার বিশ্বকাপের নয় বরং ২০১৫ সালে সৌদি আরবে পুলিশের হাতে জব্দ হওয়া পেপসির মোড়কে বিয়ার ক্যানের ছবি এটি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ছবিটির এই ক্যাপশনকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

“Fans smuggling beer into Qatar” ক্যাপশন সংবলিত কিছু ফেসবুক পোস্টের নমুনা দেখুন এখ, এখ, এখ, এখ, এখ, এবং এখ

শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনে যে দাবিটি করা হয়েছিলো তার সত্যতা যাচাই করতে আমরা উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি ব্যবহার গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানতে পেরেছি যে, পেপসির মোড়কে বিয়ার পাচারের ছবিটির ঘটনা ২০১৫ সালের। ১২ই নভেম্বর ২০১৫ সৌদি আরবের পুলিশ তাদের সীমান্ত থেকে পেপসির মোড়কে ৪৮,০০০ হেইনকেন (Heineken) বিয়ারের ক্যান জব্দ করে। ছবিটি তখন তোলা হয়।

এ বিষয়ের সত্যতা ফ্যাক্টওয়াচ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশকিছু সংবাদ এবং একটি টুইটার পোস্ট মারফত নিশ্চিত হয়েছে। দেখুন এখ, এখ, এখ, এখ, এখ, এবং এখ

িসব নামক একটি আরব ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম এই ভাইরাল হওয়া ছবিটির ফ্যাক্ট যাচাই করে দেখেছে উক্ত ছবিটি ২০২২ কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ভক্তদের কোমল পানীয় এর ছদ্মবেশে অ্যালকোহলিক ক্যান পাচারের নয় বরং ২০১৫ সালে সৌদি আরবে পেপসি কোলার ছদ্মবেশে বিয়ারের ক্যান পাচারকালে পুলিশের হাতে জব্দ হওয়ার ছবি এটি। মিসবারের ফ্যাক্ট-চেকিং রিপোর্টটি দেখুন এখ

উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর, ২০২২ তারিখে কাতার একটি বিবৃতিতে জানায় যে ভক্তরা স্টেডিয়ামে অ্যালকোহল নিয়ে প্রবেশ করতে পারবে না এবং স্টেডিয়ামগুলোর পরিসীমার মধ্যে কোন বিয়ার বিক্রি করা যাবে না এবং বিয়ার বিক্রয়ের কোন দোকান থাকলে সেগুলো অপসারণ করা হবে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া পোস্টগুলোর ক্যাপশনকে আমরা “মিথ্যা” বলে সাব্যস্ত করছি।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh