কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বালকের ৫৩ লাখ টাকা জয়ের খবরটি চার বছর আগের

Published on: September 9, 2021

সম্প্রতি “কোরআন প্রতিযোগিতা জিতে বাংলাদেশি বালক পেল ৫৩ লাখ টাকা” শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে সংবাদটি কোন সাম্প্রতিক ঘটনার নয়, বরং প্রায় চার বছর আগের। তাই নতুন করে এর প্রচারকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।

একাধিক অনলাইন পোর্টালের বরাত দিয়ে “কোরআন প্রতিযোগিতা জিতে বাংলাদেশি বালক পেল ৫৩ লাখ টাকা” শীর্ষক খবরটি ভাইরাল হয়েছে ফেসবুকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এবং এখানে।

অতিরিক্ত লিংক- এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে

ফ্যাক্টচেক

ফ্যাক্টওয়াচ টিম কি-ওয়ার্ড সার্চ করে দেখেছে, “কোরআন প্রতিযোগিতা জিতে বাংলাদেশি বালক পেল ৫৩ লাখ টাকা” শীর্ষক খবরটি প্রায় চার বছর পুরনো। ঢাকা টাইমসের অনলাইন ভার্শনে প্রতিবেদনটি ১৬ জুন ২০১৭ তারিখে প্রকাশিত হয়েছিল। মূলত ঢাকা টাইমসের এই খবরটি হুবহু কপি করে নতুন করে ভাইরাল করেছে কিছু অনলাইন পোর্টাল। পরবর্তীতে ফেসবুকের একাধিক পেজ এবং গ্রুপের বরাত দিয়ে সংবাদটি ছড়িয়ে পড়তে দেখা যায়।

২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বালক

বাংলাদেশের প্রতিনিধি ১৩ বছর বয়সী হাফেজ তরিকুল ইসলাম ২০১৭ সালে ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম রাউন্ডে ১০৪ জন প্রতিযোগীর মধ্যে সেরা দশে জায়গা করে নেন তিনি। ১৫ জুন বৃহস্পতিবার সেরা ১০ জনকে নিয়ে অনুষ্ঠিত ফাইনালে তরিকুল প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কার হিসেবে ২ লাখ ৫০ হাজার দিরহাম (প্রায় ৫৩-৬০ লাখ টাকার সম-পরিমাণ অর্থ) জিতে নেন। দুবাইয়ের কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছিলেন দুবাইয়ের শাসক শাইখ আহমাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। বিস্তারিত পড়ুন এখানে

১৫ জুন ২০১৭ তারিখে প্রকাশিত ‘gulfnews’ এর “Bangladeshi boy, 13, wins Dubai Quran Award” প্রতিবেদনটি পডুন।

অর্থাৎ, ফেসবুকে “কোরআন প্রতিযোগিতা জিতে বাংলাদেশি বালক পেল ৫৩ লাখ টাকা” শিরোনামে ভাইরাল সংবাদটি সাম্প্রতিক কোন ঘটনার নয় বরং প্রায় চার বছর আগের। ফলে নতুন করে খবরটির প্রচার ফ্যাক্টওয়াচের বিবেচনা থেকে ‘বিভ্রান্তিকর’।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply