সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অক্ষত কোরআন শরীফের ছবিটি পুরনো

Published on: June 9, 2022

৪ জুন ২০২২ (শনিবার) রাতে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ফেসবুকে সময় টেলিভিশনের লোগোযুক্ত একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে “সব পুড়ে ছাই হয়ে গেলেও পুড়েনি আল কোরআন”। বাস্তবে এই ছবির দুটি অংশ ভিন্ন ভিন্ন প্রতিবেদন থেকে সংগ্রহ করে জোড়া দেয়া হয়েছে। সম্প্রতি সময় টিভি সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় এমন কোনো প্রতিবেদন প্রকাশ করে নি।  

ফেসবুকে সম্প্রতি শেয়ার হওয়া উক্ত ছবিটি দেখুন এখানে, এখানে এবং এখানে।

বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে গুগলে অনুসন্ধান করে দেখা যায়, উক্ত ছবিতে ব্যবহৃত কোরআন এর ছবি এবং অগ্নিকাণ্ডের স্থানটি ২০১৯ এবং ২০২১ সালে প্রকাশিত ভিন্ন ভিন্ন প্রতিবেদনে ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে কোরআন-এর ছবিটি পাওয়া গেছে ২৯ ও ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে প্রকাশিত ইনকিলাব এবং উখিয়া নিউজ ডট কম থেকে প্রকাশিত দুটি প্রতিবেদনে। উক্ত প্রতিবেদনগুলো ছিল মূলত ভোলার চরফ্যাশন পৌরশহরের জনতা রোডে উত্তর কর্ণারে একটি অগ্নিকাণ্ড নিয়ে। প্রতিবেদন দুটি পড়ুন এখানে এবং এখানে।


অন্যদিকে, ভাইরাল ছবিতে ব্যবহৃত অগ্নিকাণ্ডের ঘটনাটি গতবছর ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী ‘এমভি অভিযান-১০’ লঞ্চের। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত লঞ্চটির ছবি দেখুন কালের কন্ঠ থেকে প্রকাশিত এই প্রতিবেদনে

সময় টেলিভিশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করে উক্ত ছবিটি পাওয়া যায় নি। তবে ২০২০ সালে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে অক্ষত থাকা কোরআন শরীফ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সময় টেলিভিশন। প্রতিবেদনটি দেখুন এখানে।

উপরোক্ত তথ্য-প্রমাণের আলোকে বিষয়টি স্পষ্ট যে, ভাইরাল ছবিটি ভিন্ন ভিন্ন পুরনো অগ্নিকাণ্ডের এবং এমন কোনো ছবি সম্প্রতি সময় টেলিভিশন প্রকাশ করে নি। সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে সম্পাদিত পুরনো ছবি সম্প্রতি সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবহারের কারণে ফ্যাক্টওয়াচ এটি কে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply