“রেলমন্ত্রীর বাড়ি ঘেরাও” — মিথ্যা শিরোনামে ভিন্ন ভিডিও

Published on: July 27, 2022

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “রেলমন্ত্রীর বাড়ি ঘেরাও হাজার হাজার পুলিশ দিয়েও ঠেকানো গেলো না ইন্না-লিল্লা”। অনুসন্ধানে জানা যায়, ১৯শে জুলাই ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি বাংলাদেশ রেলওয়ের  অব্যবস্থাপনার প্রতিবাদে  রেলের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দিতে যেয়ে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের প্রতিবন্ধকতার মুখে পড়েন।  যেকারণে  তিনি রেলপথ মন্ত্রণালয়ের গেটের বাইরে গণমাধ্যমে একটি সাক্ষাৎকার প্রদান করেন। পুরনো সেই সাক্ষাৎকারটি বর্তমানে বিভ্রান্তিকর শিরোনামে  ভাইরাল করা হয়েছে।  

উক্ত শিরোনামে ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

উক্তশিরোনামের ভাইরাল ভিডিওটির সত্যতা জানতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করা হলে, ১৯শে জুলাই ২০২২ তারিখে ঢাবি শিক্ষার্থী রনির ব্যক্তিগত ফেসবুক একাউন্ট  থেকে শেয়ারকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি দেখুন এখানে। উল্লেখ্য, ভিডিওটি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি যাকারিয়া ইবনে ইউসুফের ভ্যারিফাইড পেজ থেকে ১৯শে জুলাই ২০২২ তারিখে ফেসবুক লাইভের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এদিকে ২৪শে জুলাই ২০২২ তারিখে  “রেলমন্ত্রীর বাড়ি ঘেরাও হাজার হাজার পুলিশ দিয়েও ঠেকানো গেলো না ইন্না-লিল্লা” শিরোনামযুক্ত ভিডিওটি এবং ১৯শে জুলাই ২০২২ তারিখে  যাকারিয়া ইবনে ইউসুফের ভ্যারিফাইড পেজ থেকে “বাংলাদেশ রেলওয়ে অব্যবস্থাপনার প্রতিবাদে লংমার্চ শেষে স্মারকলিপি দিতে এসে প্রতিবন্ধকতার মুখে মহিউদ্দিন রনি” শিরোনামে  প্রকাশিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে।


অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি রেলের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দিতে যেয়ে, গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটির ভিডিও প্রচার করেই দাবি করা হয়েছে“রেলমন্ত্রীর বাড়ি ঘেরাও হাজার হাজার পুলিশ দিয়েও ঠেকানো গেলো না ইন্না-লিল্লা”।

অতএব রেলমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কোনো কর্মসূচি সাম্প্রতিক সময়ে ঘটেনি। যে কারণে ভিত্তিহীন শিরোনামে প্রকাশিত ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply