আফগান ক্রিকেটার রশিদ খান এক ওভারে ৬ উইকেট নেননি

Published on: January 14, 2022

‘নতুন ইতিহাস: এক ওভারে ১ রানে ৬ উইকেট নিয়ে বিগ ব্যাশে ইতিহাস গড়লেন রশিদ’- শিরোনামে একটি খবর দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ক্রিকেট সম্পর্কিত এই খবরটি সত্য নয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ টি টুয়েন্টি ক্রিকেট লীগে গত ১২ই জানুয়ারি রশিদ খান ৪ ওভার বল করে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ১ ওভারে ৬ উইকেট পাননি , বরং এক ওভারে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছিলেন।

গুজবের উৎস 

24updatenews নামের একটি অনলাইন সংবাদমাধ্যম থেকে এই গুজব ছড়িয়ে পড়েছে । ফেসবুকে শেয়ার করা এ সম্পর্কিত কয়েকটি পোস্টের লিঙ্ক দেখুন এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

প্রকাশিত খবরের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আট উইকেট নিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন বিশ্বের সেরা এই স্পিনার।

আবার এই খবরেরই শেষ অনুচ্ছেদে বলা হয়েছে, বিগ ব্যাশের তৃতীয় বোলার হিসেবে ৬ উইকেট শিকার করেন রশিদ। এর আগে লাসিথ মালিঙ্গা ও ইস শোধি এই রেকর্ড গড়েছিলেন। সেরা বোলিংয়ের রেকর্ডটা মালিঙ্গার। ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই লঙ্কান পেসার।

অর্থাৎ, আফগানিস্তানের এই স্পিনার ৬ নাকি ৮ , আসলে কত উইকেট নিয়েছেন, সেটা নিয়ে বিভ্রান্তি রয়েছে এই খবরে।

প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, নিজের প্রথম ওভারে ১১ রান দেন তিনি। পাননি কোন উইকেটের দেখে। তবে বাকি ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। নিজের কোটার শেষ ওভারটিতে এসে মাত্র ১ রান দিয়ে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে নাম লেখান সেরা বোলিংয়ের রেকর্ডে।


অর্থাৎ, শিরোনামের সাথে মূল খবরের মিল দেখা যাচ্ছে না। মূল খবরে ১ ওভারে ১ রানে ৩ উইকেট এবং ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট এর কথা বলা হলেও শিরোনামে বলা হচ্ছে-এক ওভারে ১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো থেকে দেখা যাচ্ছে, রশিদ খান এই ম্যাচে ৪ ওভার বল করেছেন । দলের ইনিংসের ৭ম ওভার বল করে ১১ রান দেন, কোনো উইকেট পাননি। ৯ম ওভারে ৩ রানে ২ উইকেট তুলে নেন, একইসাথে এই ওভারে একটি রান আউট ঘটে। ১৩ তম ওভারে ২ রান দিয়ে ১ উইকেট নেন। ১৫ তম ওভার বল করে ১ রানে ৩ উইকেট নেন। অর্থাৎ, সবমিলিয়ে তার বোলিং বিশ্লেষণ ৪-০-১৭-৬

ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী, এক ওভারে ৬ টি বল খেলা হয় । ৬ টি বলেই ৬ টি উইকেট আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে কেউ পায়নি। আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সর্বোচ্চ পরপর ৪ বলে ৪ টি উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে শ্রীলংকার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এবং আলোচ্য রশিদ খান এর। এছাড়া অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এ্যালেড ক্যারি নামের এক ক্রিকেটার ২০১৭ সালে ৬ বলে ৬ উইকেট নিয়েছিলেন।

বিগ ব্যাশের মত আলোচিত টুর্নামেন্টে এক ওভারে ৬ উইকেট নিলে সেটা হত খুবই আলোচিত ঘটনা।

১২ই জানুয়ারি তারিখে রশিদ খানের এই পারফরম্যান্স নিয়ে অনায়ন্য কয়েকটি পত্রিকাতেও খবর ছাপা হয়েছে। (যেমন- এখানে, এখানে,  এখানে ) । তারা কেউই ১ ওভারে ৬ উইকেট পাওয়ার দাবি করেনি, বরং ৪ ওভার (কিংবা শেষের ৩ ওভার) এ ৬ উইকেট পাওয়ার সঠিক তথ্যই জানিয়েছে।

সার্বিক বিবেচনায় এই বিভ্রান্তিকর শিরোনামযুক্ত খবরটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply