বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মৃত্যু সংবাদটি গুজব

Published on: November 6, 2021

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮ টায় “মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি ইন্তেকাল করেছেন।“ ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল ফেসবুকে। মূলত তথ্যটি একটি গুজব। সর্বশেষ তথ্য অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

কিছুক্ষণ আগে রওশন এরশাদের মৃত্যু সংবাদযুক্ত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।


সংবাদ সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (৭৮) বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। প্রায় আড়াই মাস ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। ২০ অক্টোবর২০২১ থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর)  উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন রওশন এরশাদ। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। সন্ধ্যা পৌনে সাতটায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান।


এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো মুখপাত্র থেকে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি আসেনি রওশন এরশাদের মৃত্যু নিয়ে। কোনো সংবাদমাধ্যমেও তার মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। তাছাড়া, সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ব্যাংককে পৌঁছাতে সময় লাগে ২ ঘণ্টা ৩৫ মিনিট। অর্থাৎ রওশন এরশাদকে বহনকারী বিমানটি ব্যাংককে পৌছাবে বাংলাদেশ সময় রাত ৯টায়। অথচ ফেসবুক ভাইরাল পোস্টগুলোতে তার মৃত্যুসংবাদ প্রচারিত হয়েছে রাত ৮টায়। সঙ্গত কারণেই রাত ৮টায় তার মৃত্যুসংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ রাত সাড়ে এগারটা পর্যন্ত এ বিষয়ে কোনো আপডেট পায় নি ফ্যাক্টওয়াচ টিম। তাই ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply