শ্বশুরের আত্মহত্যার ঘটনায় ফেঁসে যাচ্ছেন রিয়াজ – ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: February 7, 2022

৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে “রিয়াজের শ্বশুরের আত্মহত্যার পেছনে বেরিয়ে এলো নতুন তথ্য… ফেঁসে যাচ্ছেন রিয়াজ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে Shahidajannat নামের একটি অনলাইন পোর্টাল। সংবাদটির বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, ভয়েস অফ আমেরিকা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে উক্ত সংবাদটি তৈরি করা হয়েছে যেখানে “ফেঁসে যাচ্ছেন রিয়াজ” বিষয়ক কোনো তথ্য নেই। ভূয়া শিরোনামে সংবাদ প্রচারের কারণে ফ্যাক্টওয়াচ এটি কে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে উক্ত শিরোনামে সংবাদটি শেয়ার করা হয়েছে। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


বিকৃত শিরোনামে ভাইরাল সংবাদটির বিস্তারিত অংশ ধরে গুগলে অনুসন্ধান করে দেখা যায়, ৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ভয়েস অফ আমেরিকা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে উক্ত সংবাদটি তৈরি করা হয়েছে। সংবাদের শেষে তথ্যসূত্র হিসেবে ‘ভয়েস অফ আমেরিকা’ উল্লেখও করা হয়েছে। “মহসিন খানের আত্মহত্যা, মনোবিজ্ঞানীরা বলছেন প্রধান কারণ একাকিত্ব” শিরোনামে ভয়েস অফ আমেরিকার লেখাটি পড়ুন এখানে।

ভয়েস অফ আমেরিকার সংবাদে “ফেঁসে যাচ্ছেন রিয়াজ” জাতীয় কোনো তথ্য উল্লেখ নেই। বরং পুরো লেখাটি তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মনোচিকিৎসক এর মতামত নিয়ে মহসিন খানের আত্মহননের পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য যে, ২ ফেব্রুয়ারি ২০২২ (বুধবার) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় ফেসবুক লাইভে এসে মাথায় অস্ত্র তাক করে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান আত্মহত্যা করেছেন। পরে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চিত্রনায়ক রিয়াজ তার শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আরও উল্লেখ্য যে, আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন রিয়াজ।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply