“সুইডেনে কোরআনের অবমাননা, প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ”- পুরনো খবর ভাইরাল

Published on: [July 21,2021]

গত ১৮ই জুলাই ২০২১ থেকে ফেসবুকে সুইডেনে কোরআন শরীফ অবমাননার একটি খবর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। এসব খবরে বলা হয়, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের রাস্তায় কোরআন শরীফের কয়েকটি কপিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দেশটির ডানপন্থী ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল। এর প্রতিবাদে দেশটির মুসলিমরা রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন।
ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে এই ঘটনাটি ঘটেছিল। কিন্তু সাম্প্রতিক কালে এমন কোনো ঘটনা সুইডেনে ঘটেনি। ভাইরাল খবরে যে ছবিটা ব্যবহার করা হয়েছে, সেটাও পুরনো। পুরনো খবরকে নতুন করে ছড়ানোর এই কৌশলকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর মনে করছে।

বিভ্রান্তির উৎস

গত ১৮ই জুলাই থেকে বেশ কিছু ফেসবুক পেজ এবং গ্রুপে এই সংক্রান্ত খবর শেয়ার হতে দেখা যায়। মূলত কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমের নিউজ লিংক শেয়ারের মাধ্যমে এই গুজব ছড়াতে থাকে । এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন  এখানে , এখানে, এখানে , এখানে , এখানে , এখানে , এখানে, এখানে , এখানে



“Islamic Life” গ্রুপে জনৈক মোহাম্মাদ আলাউদ্দিন এর শেয়ার করা পোস্টের সূত্র ধরে jenenin.com ওয়েবসাইটের মূল খবরে যাওয়া গেল। সেখানে বলা হয়েছে ,

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে কোরআনের অবমাননার প্রতিবাদে শত শত মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে অন্তত ২০ জনকে আটক করা হয়। পারসটুডে

শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।

শুক্রবার সুইডেনের উগ্র ডানপন্থিরা মালমো শহরের দুটি স্থানে আলাদাভাবে পবিত্র কোরআনের অবমাননা করে।একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কোরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।

প্রতিবেশী ডেনমার্কের উগ্র ডানপন্থি ও অভিবাসী বিরোধী নেতা রাসমোস পালুদান শুক্রবার সুইডেনের মামলো শহরের কোরআন অবমাননার ঘটনায় অংশ নিতে চেয়েছিল। কিন্তু সুইডেনের পুলিশ ওই শহরে প্রবেশের আগেই তাকে আটক করে ডেনমার্কে বহিষ্কার করে। পালুদান এর আগে ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ছিল।

সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডেনমার্কের ওই উগ্র ইসলামবিদ্বেষী নেতা এর আগে পবিত্র কোরআনের অবমাননা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার কোরআনের অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে।

(খবরটির আর্কাইভড ভার্সন দেখতে পাবেন এখানে)

খবরের উৎস হিসেবে ParsToday এর নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু রেডিও তেহরান এর ওয়েবসাইট পার্স টুডে তে গত ১৮ই জুলাই কিংবা এর আশেপাশের কোনো দিনে সুইডেন-সংক্রান্ত কোনো খবর পাওয়া গেল না।

তবে, গত ৩০শে আগস্ট ২০২০ তারিখে ParsToday ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছিল ,যেখানে শিরোনাম ছিল সুইডেনে মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা: প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ
এই খবরের সাথে আলোচ্য jenenin.com এর ১৮ই জুলাই ২০২১ এ প্রকাশিত খবরের প্রতিটা শব্দের  শতভাগ মিল পাওয়া গেল।

খবরে জ্বলন্ত আগুন সহ একটি রাস্তার ছবি ব্যবহার করা হয়েছে। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেল, ২০২০ সালের ২৯শে আগস্ট এই ছবিটা একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে, এখানে , এখানে

সিদ্ধান্ত

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিঃসন্দেহে সাম্প্রতিক কোনো ঘটনা নয়। পুরনো খবরটিকে নতুন করে ভাইরাল করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে ফ্যাক্টওয়াচ মনে করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply