Published on: May 12, 2023
![]() |
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
ভাইরাল হওয়া ছবিতে ঋষি সুনাকের সাথে আসলেই জাইমা রহমান ছিল কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ঋষি সুনাকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ভাইরাল ছবিটির পূর্ব সংস্করণের একটি ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে ঋষি সুনাকের সাথে তার স্ত্রী অক্ষতা মূর্তিকে দেখা যায়। তাছাড়া, ছবির ক্যাপশন পড়ে নিশ্চিত হওয়া যায় এটি রাজা চার্লসের রাজ্যাভিষেকের কনসার্টের সময়কার একটি ছবি।
দেখা যাচ্ছে যে, মূল ছবিতে অক্ষতা মূর্তির মুখমণ্ডলের স্থানে জাইমা রহমানের ছবি যুক্ত করে এভাবে বিকৃত করা হয়েছে। তবে, বাকি সবকিছু অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়াও, ডেইলি মেইলের ওয়েবসাইটে গত ৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনে ঋষি সুনাক এবং অক্ষতা মূর্তির রাজা চার্লসের রাজ্যাভিষেকের কনসার্টে উপস্থিত থাকার কিছু ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে অক্ষতা মূর্তিকে নীল রঙের একই পোষাক পরে থাকতে দেখা যায়।
অতএব, অক্ষতা মূর্তির মুখের ওপর জাইমা রহমানের মুখ বসিয়ে দাবি করা হচ্ছে এটি ঋষি সুনাকের সাথে জাইমা রহমানের ছবি।
সঙ্গত কারণে, ছবিটিকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|