“রেলওয়ের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মহিউদ্দিন রনি” – বিভ্রান্তিকর ক্যাপশন

Published on: July 27, 2022

সম্প্রতি ফেসবুকে “রেলওয়ের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মহিউদ্দিন রনি” ক্যাপশনে একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টটি দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি রেলওয়ে বিভাগে চাকরি পেয়েছেন। মুলত রনি রেলের প্রস্তাব অনুসারে যাত্রীদের সুবিধা বাড়াতে অংশীজন সভায় অংশগ্রহণ করবেন যা কোন টাকা পয়সা কিংবা ব্যক্তিসুবিধার বিনিময়ে নয়। বিনা পারিশ্রমিকে রেলওয়ের সাথে কাজ করার বিষয়টি তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নিশ্চিত করেছেন।

উক্ত ক্যাপশনযুক্ত ফেসবুকে প্রকাশিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

রেলের নানাবিধ অব্যবস্থাপনা পরিবর্তনে ৭ জুলাই ২০২২ থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন রনি। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গতকাল তিনি তার কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

গতকাল (সোমবার) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে একটি বৈঠক শেষে রনি বলেন, “প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে এবং রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালকের প্রতিশ্রুতির ভিত্তিতে আমার আন্দোলনের সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আমি আমার অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করছি।“

উক্ত বৈঠক শেষে রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, “আমাদের একটি কমিটি আছে। আমরা তিন মাস পর পর সভায় বসি। যেখানে মূলত যাত্রীদের কীভাবে সুবিধা বাড়ানো যায়, কীভাবে কাজ করা যায় এগুলো নিয়ে সভায় আলোচনা করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি রনিকে আমরা সেই অংশীজন সভায় অন্তর্ভুক্ত করব। ফলে তিনি নিয়মিত সেই মিটিংয়ে আসতে পারবেন। তার এই যে দাবিগুলো রয়েছে, সেগুলোর নিয়ে তিনি সেখানে আলোচনা করতে পারবেন এবং মনিটরিং করতে পারবেন।“

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, “আমাকে রেলপথ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে তারা আমার দাবির ব্যাপারে সচেতন। উনারা যে আমাকে অংশীজন কমিটির সদস্য বানাতে চাচ্ছেন, আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা কিন্তু কোন টাকা পয়সার বিনিময় না। কোনো ব্যক্তিসুবিধা দেয়া হবে না।“

তিনি আরও বলেন, “তবে অংশীজন সভায় অংশ নেয়ার পর যদি দেখি আমার দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না, অথবা সময়ক্ষেপণ করা হচ্ছে সেক্ষেত্রে আমি পুনরায় আমার আন্দোলনে ফিরে যাব। আশা করব, আমার এ আন্দোলনে বাংলাদেশের দুর্নীতিবিরোধী দেশপ্রেমিক এবং সৎ সকল নাগরিককে আমি আমার পাশে পাব।“

“রেলওয়ের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মহিউদ্দিন রনি” ক্যাপশনে ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার দরুণ জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে, রনি রেলওয়েতে চাকরি পেয়েছেন।



তাই বিনা পারিশ্রমিকে রেলওয়ের সাথে কাজ করার বিষয়টি তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নিশ্চিত করেছেন। তবে জনমনে এ বিষয়ে ইতিমধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply